প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৪: ১২ | অনলাইন সংস্করণ  দেশে ফিরে বিমানবন্দর

দেশে ফিরে বিমানবন্দর থেকে ইতালি প্রবাসী নিখোঁজ

ইতালি প্রবাসী নিখোঁজ  ঢাকা, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহাঙ্গীর হোসেন বাবলু নামে এক ইতালি প্রবাসী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। 

নিখোঁজ বাবলুর বাড়ি সিলেটের মৌলভীবাজারের জুড়ি উপজেলাতে। তার বাবার নাম হাসিব আলী। 

জানা যায়, বাবলু ইতালির ভেনিস শহরে বসবাস করতেন। গত ৫ জানুয়ারি দেশটির মিলান থেকে এমিরেটস এয়ারলাইন্সের , একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ইতালি ত্যাগ করেন। 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজ গ্রামের বাড়ি যাওয়ার সময় অভ্যন্তরীণ একটি বিমানে উঠার আগে বডিং পাস নিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। 

এ ব্যাপারে ইতালি জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলি উদ্দিন শামীম জানান, আমিরাতের ইমিগ্রেশন অফিসের মাধ্যমে তিনি জেনেছেন ঢাকায় পৌঁছার পর ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন বাবলু।    দেশে ফিরে বিমানবন্দর

 এরপর তিনি সিলেটগামী বিমানে ওঠার কথা থাকলেও এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি অভিযোগ করে প্রশ্ন তোলেন, একজন যাত্রী ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার জন্য অপেক্ষমাণ অবস্থায় বিমানবন্দরের ভেতর থেকে কীভাবে উধাও হয়ে যায় যাত্রী। 

 তাও আবার নিজ দেশ বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে। 

অলি উদ্দিন শামীম আরো বলেন, একটি নিরাপত্তাবেষ্টনী এলাকা থেকে প্রবাসী নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাছাড়া এটা বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতার বহিঃপ্রকাশ।

এদিকে ৬ জানুয়ারি বাবলু নিখোঁজের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় চরম হতাশা ও উদ্বিগ্নের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

clipping path tech

এদিকে নিখোঁজ বাবলু কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না বলে জানা গেছে। 

জালালাবাদ সংঘের সাধারণ সম্পাদক আহাম্মদ ফারুক লিপু নিখোঁজ বাবলুকে যেন দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয়। 

সে বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।করোনার কারণে ঢাকায় আটকে পড়া ইতালি প্রবাসী ২৬৫ জন যাত্রী নিয়ে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান। 

আগামী শুক্রবার (১২ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরের উদ্দেশে বিমানটি ছেড়ে যাবে। শুক্রবার রাতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, ছুটিতে দেশে এসে করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে এই বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়েছে। ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।

বিশেষ এ ফ্লাইটে শুধুমাত্র ইতালির বৈধ কাগজধারী ২৬৫ জন যাত্রী ফিরে যেতে পারবেন। বাংলাদেশের ইতালি দূতাবাসের সহায়তায় এ ফ্লাইটটি পরিচালনার অনুমতি পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার। 

রাষ্ট্রদূত বলেন, ‘নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় কয়েক হাজার প্রবাসী বাংলাদেশ থেকে ইতালি ফিরতে পারছেন না। এসব প্রবাসীদের কথা মাথায় রেখে আমরা বাংলাদেশ বিমান ও ইতালির প্রশাসনের সাথে যোগাযোগ করি। ইতালিয়ান দূতাবাসের সহায়তায় এই ফ্লাইট পরিচালনার অনুমতি পাই।’

metafore online

সম্প্রতি বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে ওই ২৬৫ জন যাত্রীর তালিকা প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত অফিসে যোগাযোগ করে টিকেট সংগ্রহের অনুরোধ করা হয়। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে প্রায় তিন হাজার ইতালি প্রবাসী বাংলাদেশে আটকে আছেন। অনেকের ছুটি শেষ হয়ে গেলেও ফ্লাইট বন্ধ থাকার কারণে ফিরে যেতে পারছেন না। নির্ধারিত সময়ের মধ্যে ফেরত যেতে না পারলে অনেকেই চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৭৬ প্রবাসী বাংলাদেশি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ কথা জানান। 

 বিমানের তথ্য অনুযায়ী, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালিপ্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন। 

এ নিয়ে জুন থেকে এ পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। 1

করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারিথেকে ইতালিপ্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁরা এখন ফিরে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

প্রতিটি আসনে গড়ে ১১ প্রার্থী

Share.
Leave A Reply

Exit mobile version