আপডেট :১১ জুলাই ২০২৩, ০১:২০ পিএম |  অনলাইন সংস্করণ    ম্যাডোনা

আমি হতাশ করতে চাই না: ম্যাডোনাআমি হতাশ করতে চাই না: ম্যাডোনা

ম্যাডোনা

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। ছিলেন হাসপাতালে ভর্তি। অবশেষে ১৫ দিন পর সুস্থাতার আভাস দিলেন তিনি নিজেই। ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। সেইসঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। সিএনএন জানিয়েছে, ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামী জয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের দিনক্ষণ জানিয়েছেন তিনি। তিনি বলেন, আপনাদের ইতিবাচক শক্তি, প্রার্থনা আমাকে সুস্থ করে তুলেছে, এজন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অনুভব করেছি।

clipping path tech

আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমার জন্য আপনাদের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ।পোস্টে ম্যাডোনা জানিয়েছেন, হাসপাতালে প্রথম যখন তার চেতনা ফেরে, সবার আগে সন্তানদের নিয়ে চিন্তা শুরু হয়।

যত তাড়াতাড়ি সম্ভব ভক্তদের মাঝে গান নিয়ে ফিরতে চান ম্যাডোনা। তাই সুস্থ হওয়ার দিকেই তার প্রধান মনোযোগ। তিনি বলেন, এখন আমার মনোযোগ আমার শরীর এবং সুস্বাস্থ্য। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাঝে ফিরে আসব।পোস্টে ম্যাডোনা আরও জানান, সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। ছিলেন হাসপাতালে ভর্তি। অবশেষে ১৫ দিন পর সুস্থাতার আভাস দিলেন তিনি নিজেই। ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। সেইসঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। সিএনএন জানিয়েছে, ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামী জয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের দিনক্ষণ জানিয়েছেন তিনি। তিনি বলেন, আপনাদের ইতিবাচক শক্তি, প্রার্থনা আমাকে সুস্থ করে তুলেছে, এজন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমার জন্য আপনাদের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। পোস্টে ম্যাডোনা জানিয়েছেন, হাসপাতালে প্রথম যখন তার চেতনা ফেরে, সবার আগে সন্তানদের নিয়ে চিন্তা শুরু হয়।

আর দ্বিতীয় চিন্তাতেই ছিলেন সেই সব মানুষ, যারা তার ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট দেখতে টিকেট কেটেছেন। টিকেট কিনেছেন এমন কাউকে আমি হতাশ করতে চাই না। গত কয়েক মাস ধরে যারা আমার শোয়ের জন্য, আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরও আমি হতাশ করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ভক্তদের মাঝে গান নিয়ে ফিরতে চান ম্যাডোনা। তাই সুস্থ হওয়ার দিকেই তার প্রধান মনোযোগ। তিনি বলেন, এখন আমার মনোযোগ আমার শরীর এবং সুস্বাস্থ্য। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাঝে ফিরে আসব। পোস্টে ম্যাডোনা আরও জানান, সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বিখ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনা।

নিউইয়র্ক সিটি হাসপাতালের ‘আইসিইউ’-তে ভর্তি করা হয়েছিল বিশ্বখ্যাত এই পপ গায়িকাকে। বেশকিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতেও শয্যাশায়ী ছিলেন ম্যাডোনা।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বর্তমানে এখন তিনি কেমন আছেন তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দিয়েছেন পপ সংগীতের এই রানী। সোমবার (১০ জুলাই) ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে এক আবেগঘন পোস্ট করেন ম্যাডোনা। ভক্তদের উদ্দেশ্য করে জানিয়েছেন, অনেকটা সুস্থ হওয়ার পথে হাঁটছেন তিনি।

ম্যাডোনা লিখেছেন, ‘আপনাদের ইতিবাচক শক্তি, প্রার্থনা এবং সেরে ওঠতে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমি আবারও ফিরে আসছি। আমার জীবনে এই সমস্ত আশীর্বাদের জন্য সকলের কাছে কৃতজ্ঞ। যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরল তখন আমার প্রথম চিন্তা ছিল আমার সন্তান। আমার দ্বিতীয় চিন্তা ছিল যারা আমার শোয়ের জন্য টিকিট কিনেছেন তাদের কাউকে আমি হতাশ করতে চাই না।’ ম্যাডোনা আরো লিখেছেন, ‘আমার শোয়ের জন্য গত কয়েক মাস ধরে যারা আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের হতাশ করতে চাইনি। কাউকে হতাশ করতে আমার ভালো লাগে না। আমার মনোযোগ এখন সুস্থ হয়ে ওঠা। আমি সেরে উঠছি। আপনাদের আশ্বাস দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে ফিরে আসব! বর্তমান পরিকল্পনা হল উত্তর আমেরিকা সফরে যাওয়া আর অক্টোবরে ইউরোপে যাব। আপনাদের যত্ন ও সমর্থনের জন্য আমি এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারি না। ভালোবাসা, রইল।

metafore online

’ ম্যাডোনার এই পোস্টের প্রতিক্রিয়ায় ভক্তদের অনেকেই ভালোবাসা প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, ‘আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের কখনোই নিরাশ করেননি।’ কেউ লিখেছেন, ‘শিগগির সুস্থ হয়ে উঠুন, আপনাকে মঞ্চে জ্বলতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই বিশ্বের আপনার উজ্জ্বল আলো দরকার।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। ২৪ জুন হঠাৎই ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হলে নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয় ‘ভার্জিন’ খ্যাত এ গায়িকাকে।

সেখানে ‘আইসিইউ’-তে চিকিৎসাধীন থাকার পর নিজের বাসায় চিকিৎসাসেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন ৬৪ বছর বয়সী এ কন্ঠশিল্পী। বর্তমানে ম্যাডোনার শারীরিক পরিস্থিতি অনেকটাই অনুকূলে রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পপ তারকার সঙ্গে রয়েছেন তার এক মেয়ে ও দুই ছেলে। চিকিৎসকরা বলছেন, ৬৪ বছর বয়সে এসেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন, ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছেন, শরীরের ওপর অতিরিক্ত ধকলের কারণেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন।

সম্পর্কিত খবর:

প্রিয়তমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ : শাকিব খান

Share.
Leave A Reply

Exit mobile version