আপডেট:০৭:৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪ |  অনলাইন সংস্করণ  বিস্ফোরণে দগ্ধ সিসিক কর্মীর মৃত্যু

ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ সিসিক কর্মীর মৃত্যু
ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ সিসিক কর্মীর মৃত্যু

বিস্ফোরণে দগ্ধ সিসিক কর্মীর মৃত্যু

সিলেট: সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ সিলেট সিটি করপোরেশনের ৫ কর্মীর মধ্যে মতি মিয়া (৬০) নামে একজন মারা গেছেন।  

নিহত মতি মিয়া নগরের ঘাসিটুলা বেতের বাজার এলাকার বাসিন্দা।   শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।   গত ২১ জানুয়ারি বিকেলে নগরের পাঠানটুলায় অবস্থিত নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে।   ওইদিন রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করাচ্ছিল সিলেট সিটি করপোরেশন।

clipping path tech

বিকেল সোয়া ৪টার দিকে এক শ্রমিক ফুয়েলিং স্টেশনের গাড়িতে গ্যাস দেওয়ার একটি মেশিনের কাছেই গ্র্যান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। এসময় গ্র্যান্ডার মেশিন থেকে বের হওয়া ছুটন্ত অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়লে লরির পেছনের চাকাসহ পাইপে আগুন লেগে যায়। এতে লরির পাশে থাকা ড্রেনের কাজ করা ৫ শ্রমিক ও ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হন।  

দগ্ধরা হলেন- সিলেট সিটি করপোরেশনের ঘাসিটুলা বেতের বাজার এলাকার জাফর আলীর ছেলে মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), মো. মতি মিয়া (৬০), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), রজনী চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। তারা সিসিকের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী।  

দগ্ধদের ওইদিনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মনতাজ মিয়া ও মতি মিয়ার অবস্থার অবনতি হলে ২২ জানুয়ারি তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মতি মিয়া মারা যান।সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণের আগুনে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো। পাঁচজন এখনো চিকিৎসাধীন।  

সবশেষ মারা যাওয়া দুজন হলেন তারেক আহামেদ (৩২) ও বাদল দাস (৪১)। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাতে মারা যান তারেক। আর আজ সোমবার সকালে মারা যান বাদল।   বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।  

হাসপাতাল সূত্র জানায়, তারেকের বাবার নাম গিয়াস উদ্দিন। বাদলের বাবার নাম অর্জুন দাস।

তাঁদের বাড়ি সিলেটে।   ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তাঁদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনটির কর্মচারী, দুজন পথচারী।সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হলো।   সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাদল দাস (৪১)। এর আগে রোববার রাতে মারা যান সিলেট সদর উপজেলার তারেক আহমেদ (৩২)।  

metafore online

একই হাসপাতালে ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক এবং ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।   বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচজন এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তারা হলেন সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার বাসিন্দা মিনহাজ আহমদ, মুহিন, সুনামগঞ্জ সদর উপজেলার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও একই গ্রামের লুৎফুর রহমান।   ফিলিং স্টেশনটির মালিক আফতাব আহমদ লিটন জানান, সবশেষ মারা যাওয়া দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।  

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণের ঘটে। এতে নয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনের কর্মচারী এবং দুজন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   পরদিন ৬ সেপ্টেম্বর ওই নয়জনকে ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।   আফতাব আহমদ লিটন ঘটনাটি সম্পর্কে জানান, সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

সম্পর্কিত খবর:

মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

Share.

Leave A Reply

Exit mobile version