প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৩:০১ | অনলাইন সংস্করণ    সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ট্রাক সংঘর্ষে নিহত ৩ সিলেট, ১৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : সিলেটের জৈন্তাপুরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

শনিবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, সন্ধ্যা ৭টার দিকে সিলেট থেকে জাফলংগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও এক শিশু নিহত হন।সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

স্থানীয়দের বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অন্তত পাঁচ থেকে সাতজন। আহতদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

clipping path tech

গত বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়। 

সোমবার (১২ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন ঢাকা পোস্টকে বলেন, সোমবার ভোরে দয়ামীরের সোয়ারগাঁও এলাকায় সিলেটগামী একটি ট্রাকের চাকা নষ্ট হলে ট্রাকের ড্রাইভার ও হেলপার রাস্তার পাশে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার, ড্রাইভার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধাক্কা দেওয়া ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। এ ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার রাতে দরবস্তে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০) তার দেড় বছরের শিশুকন্যা ইতপা রানী (৫) ও তার শাশুড়ি অমকা রানী (৫৫)।

metafore online

জৈন্তাপুর থানার ওসি খান মো. মঈনুল আজাদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো জানান, দুর্ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে দেন।সোমবার (১২ জুন) সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। 

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন বলেন, ‘সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য থেমে থাকে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন ৫-৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে গত বুধবার ভোরে ঘটনাস্থলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

 দেশে ফিরে বিমানবন্দর থেকে ইতালি প্রবাসী নিখোঁজ

Share.
Leave A Reply

Exit mobile version