আপডেট :০৯ জুন ২০২৩ , ১২:৩২পিএম |  অনলাইন সংস্করণ ভারতে

২৭ বছর পর ফের ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

ভারতে

দীর্ঘ ২৭ বছর পর ভারতে আবারও আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’। সবশেষ ১৯৯৬ সালে ভারত এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭১তম আসর বসবে এবার। চলতি বছরের নভেম্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ এখনো খোলাসা করা হয়নি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

clipping path tech

এ প্রতিযোগিতাকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তর সইছে না।

মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। ভারতে সবচেয়ে আকর্ষণীয় মিস ওয়ার্ল্ডের ফাইনাল হতে যাচ্ছে। বর্তমান মিস ওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন। ক্যারোলিনা বলেছেন, তিনি এই সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত।

দীর্ঘ ২৭ বছর পর ভারতে আবারও আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’। সবশেষ ১৯৯৬ সালে ভারত এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭১তম আসর বসবে এবার। চলতি বছরের নভেম্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ এখনো খোলাসা করা হয়নি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

এ প্রতিযোগিতাকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তর সইছে না।

মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। ভারতে সবচেয়ে আকর্ষণীয় মিস ওয়ার্ল্ডের ফাইনাল হতে যাচ্ছে।বর্তমান মিস ওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন।ক্যারোলিনা বলেছেন, তিনি এই সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত।

এখন পর্যন্ত ভারতের ছয়জন প্রতিযোগী মর্যাদাপূর্ণ এ মুকুট জয় করেছেন। তারা হলেন রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষি ছিল্লার (২০১৭)।দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’। সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গেলো বছরের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসর। এর আগে ১৯৯৬ সালে শেষবার ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জুলিয়া মোর্লে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য তারা ভারতকে বেছে নিয়েছেন।

ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য প্রচারের প্রতিশ্রুতি ও নারীর ক্ষমতায়নের আবেগকে সম্মান ও পুরস্কার দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ৩০ বছরেরও বেশি সময় আগে আমি এই অবিশ্বাস্য দেশটি দেখার প্রথম মুহূর্ত থেকেই ভারতের প্রতি আমার একটি দুর্দান্ত স্নেহ ছিলো! অনন্য বৈচিত্র্যময় সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণ এবং শ্বাসরুদ্ধকর স্থান গোটা দুনিয়ার সঙ্গে শেয়ার করে নিতে চাই। মিস ওয়ার্ল্ড বিলাওস্কা বলেন, ৭১ তম মিস ওয়ার্ল্ডের সঙ্গে ভারত বিশ্বকে খোলা হাতে স্বাগত জানাতে এবং দেশটির সৌন্দর্য এবং প্রগতিশীল চেতনা প্রদর্শনের জন্য প্রস্তুত। একসাথে এই অসাধারণ যাত্রায় নারীর শক্তি উদযাপনে আমাদের সাথে যোগ দিন।তারা জানান, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী বেছে নেয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। ১৩০ দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

metafore online
তবে এখনো প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

নিজেদের প্রতিভা, খেলাধুলা, জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। ভারতের পক্ষ থেকে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তমুখি, মানসি চিলা। ২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া শো জিতেছিল সিনি শেট্টি। তিনিই এই বছরের মিস ওয়ার্ল্ড শো-তে দেশের প্রতিনিধি হয়ে যাবেন তিনি বলেন, সব প্রতিযোগীদের ভারতে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছি। ভারতের বৈচিত্র্য কী- তা দেখাতে ও জানাতেও খুবই উত্তেজিত। সিনি শেট্টির জন্ম মুম্বাইয়ে হলেও তার শিকড় কর্নাটকের। এই কারণেই তিনি মিস ইন্ডিয়া ২০২২ প্রতিযোগিতায় সে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সিনি শেট্টির অ্যাকাউট্রেন্সি এবং ফিনান্সে স্নাতক। এখন তিনি সিএফএ পড়াশোনা করছেন। তিনি মার্কেটিং ফার্মেও কাজ করেছেন।

সম্পর্কিত খবর:

রাজের সঙ্গে ভিডিও ফাঁস, পরীমণিকে দুষলেন সুনেরাহ

Share.
Leave A Reply

Exit mobile version