আপডেট: ১ ডিসেম্বর,২০২৩, ০৯:৫৫ পিএম | অনলাইন সংস্করণ  কপ-২৮: ইসরায়েলের

কপ-২৮: ইসরায়েলের উপস্থিতিতে সম্মেলন ত্যাগ ইরানের

সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজে (কপ)-২৮ গাজা গণহত্যার জেরে ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করেছে তেহরান। ফলে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদে সম্মেলনস্থল ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল।

  শুক্রবার (১ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘কপ২৮’ জলবায়ু সম্মেলনে ইরান-ইসরায়েলসহ প্রায় ২০০টি দেশ অংশ নিয়েছে।  সম্মেলনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবার মেহরাবিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

কিন্তু সম্মেলনস্থলে ইসরায়েলের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পৌঁছার পরপরই ইরানি প্রতিনিধিদল সেখান থেকে বেরিয়ে আসে।

clipping path tech

অন্যদিকে, ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েলি প্রেসিডেন্ট গাজা যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গাইতে এই সম্মেলনে যোগ দিয়েছেন।

তিনি এই বিশাল ফোরামকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চান। যদিও বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে বলা হয়, দুবাই জলবায়ু সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কারণে ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি তাতে যোগ দেবেন না। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের এমন পদক্ষেপের কারণে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল, উভয় দেশই নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে।

গাজা গণহত্যার পক্ষে জনমত আদায়ে ইসরায়েল যে পরিকল্পনা করেছিল তা চেষ্টা তা মাঠে মারা গেছে। দুবাইতে এই আন্তর্জাতিক সম্মেলন শুরুর সময়ে ফের গাজায় অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিবিসি বলছে, অভিযানের প্রথম ৩ ঘণ্টায় সেখানে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছেন। যাদের মধ্যে ৬ হাজারের বেশি শিশু এবং ৪ হাজারের বেশি নারী রয়েছেন।

ইসরাইলের উপস্থিতির প্রতিবাদে কপ-২৮ ত্যাগ করল ইরানইসরাইলের প্রতিনিধির উপস্থিতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অনুষ্ঠানের স্থান ত্যাগ করেছে। জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল শুক্রবার (১ ডিসেম্বর) দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।

দুবাই ছাড়ার আগে মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতিকে ইরান বিবেচনা করে, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্মক্ষমতা মূল্যায়ন করা, যা এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত।

metafore online

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের কয়েক দশক ধরে রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদারদের বিরুদ্ধে আকস্মিক অপারেশন আল-আকসা স্ট্রোম শুরু করার পর গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় ইসরাইলি সহিংসতা পশ্চিম তীরেও উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে ৭ অক্টোবর থেকে সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

যুদ্ধবিরতির ফলে গাজায় আটক ১০৫ জন ইসরাইলি বন্দি এবং ২৪০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়।সবসময় ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) ইসরায়েলের প্রতিনিধির উপস্থিতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে ইরানের প্রতিনিধিদল অনুষ্ঠানস্থল ত্যাগ করেছে।

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল শুক্রবার (১ ডিসেম্বর) দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। দুবাই ছাড়ার আগে মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতি এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত। সূত্র: টাইমস্ অব ইসরায়েল

Share.
Leave A Reply

Exit mobile version