আপডেট : ২০২০, ২অক্টোবর, ১১:৫২ এএম  |  অনলাইন সংস্করণ      অতি সংকটজনক 

এখনও অতি সংকটজনক অবস্থাতে সৌমিত্র

অতি সংকটজনক

এখনও অতি সংকটজনক অবস্থাতেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মস্তিষ্ক ঠিকঠাক কাজ না করায় উদ্বেগ রয়েছে চিকিৎসকদের মধ্যে।

তবে রাতে ভাল ঘুম হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। পাশাপাশি অভিনেতার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন ক্রমশ বাড়ছে বলা হয়েছে, ভেন্টিলেশন থেকে বের হলে চেতনা ফেরানোর চেষ্টা করা হবে।

এছাড়া, প্লেটলেট বাড়াতে সৌমিত্রকে ওষুধ দেওয়া হবে বলেও শোনা গিয়েছে। সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রকে। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে৷ পাশাপাশি তার স্নায়ু ঠিক মতো কাজ করছে না । মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছে। তবে অভিনেতার হার্ট, কিডনি, ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছিল হাসপাতাল। মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, শোনা যাচ্ছে তার কিডনিও এখন আর সঠিকভাবে কাজ করছে না ।

clipping path tech

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে উদ্বেগে রয়েছে গোটা বাংলা সহ গোটা দেশ।

কিন্তু হাসপাতালের বিছানায় তার শরীর ক্রমেই কাজ করা বন্ধ করে দিচ্ছে। বেলভিউ হাসপাতাল সূত্রে জানান হয়েছে, গত ২৪ অক্টোবর থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের অভিনেতা। একটা সময় তাকে বাইপ্যাপ সাপোর্টে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য তার অবস্থার কিছুটা উন্নতি ঘটে । করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল। কিন্তু অবস্থার ফের অবনতি হয়েছে

শেষ পাওয়া খবর অনুসারে এখনও অতি সংকটজনক পরিস্থিতিতেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাতে ঘুম ভাল হলেও তাঁর মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না বলে উদ্বিগ্ন চিকিৎসকরা। তবে তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে ইউরিয়া এবং ক্রিয়োটিনিন ক্রমাগত বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভেন্টিলেশন থেকে তাঁকে বের করা হলে তাঁর চেতনা ফেরানোর চেষ্টা করা হবে।

তাছাড়া তাঁর প্লেটলেট বাড়ানোর চিকিৎসাও করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রবাবুকে। হাসপাতাল সূত্রে খবর অনুসারে, তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে৷ পাশাপাশি তাঁর স্নায়বিক সমস্যাও রয়েছে, স্নায়ুও ঠিকমতো কাজ করছে না। জানা গিয়েছে, মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছে। তবে অশীতিপর অভিনেতার হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে আজ শোনা যাচ্ছে তাঁর কিডনিও এখন আর সঠিকভাবে কাজ করছে না! তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সমগ্র সিনেপ্রেমী মানুষ।

তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে।আবারও শারীরিক অবস্থার অবনতি, সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চ্যাটার্জী (Soumitra Chatterjee)। সূত্রের খবর, ঠিক মতো কিডনি কাজ করছে না বর্ষীয়ান অভিনেতার। রক্তের মাত্রাও বারবার ওঠানামা করছে। আবারও কমেছে রক্তের শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন ও প্লেটলেটও। এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে মাল্টিপল ট্রান্সফিউশন করেছেন চিকিত্‍সকরা।

metafore online

এর পাশাপাশি রক্তের বিভিন্ন মাত্রা ঠিক রাখতে নতুন করে নানা ওষুধও প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।জানা যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে বেড়েছে সেকেন্ডারি ইনফেকশনও। তাও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। যেহেতু তাঁর কিডনি ঠিকভাবে কাজ করছে না, তাই তার প্রভাব গিয়ে পড়ছে শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গের উপরে। সবমিলিয়ে আবারও অতি সংকটজনক অবস্থায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলে হাসপাতাল সূত্রে খবর। এখন সম্পূর্ণ ১০০% ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ধরে প্রায় ১৭ দিন হল মস্তিষ্কের স্নায়ু সাড়া মিলছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে, তার মস্তিষ্কের সচেতনতার মাত্রা (গ্লাসগো কোমা স্কেলের সূচক) ১০-এর কাছাকাছি। আজ নিয়ে প্রায় ৩০ দিন হল হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কখনও শারীরিক অবস্থার একটু উন্নতি ঘটছে তো কিছুক্ষন পরেই আবার অবনতি ঘটছে। আগামী দিনে তাঁর পরিস্থিতি ঠিক কী হতে চলেছে তা এখনও বলা বেশ মুশকিল। উদ্বিগ্ন হয়ে রয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত খবর:

 

চিরঘুমে ‘জেমস বন্ড’ শন কনেরি

Share.
Leave A Reply

Exit mobile version