আপডেট: ১৮ জুলাই ২০২০, ০৮:৩২এএম|  অনলাইন সংস্করণ        করোনা আক্রান্ত ঐশ্বরিয়া

অমিতাভের পর করোনায় আক্রান্ত ছেলে অভিষেক বচ্চন

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্যার সোয়াবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতেই হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা। সেখানেই চিকিৎসার ব্যবস্থা হয়েছিল যেহেতু তাদের দু’জনেরই করোনার কোনো লক্ষণ ছিল না।

শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। কেন ঐশ্বরিয়া এবং আরাধ্যাকে হসপাতালে স্থানান্তরিত করা হল সে বিষয়ে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। এর আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। গত সপ্তাহ থেকে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে অমিতাভ ও অভিষেকের।

metafore online

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন।

আজ (রবিবার) দুপুরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যার সোয়াব। টেস্টের ফলাফলে তাদের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গেছে। ভারতের ‘টাইমস নাও’ নিউজ চ্যানেল জানাচ্ছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত।  অমিতাভের স্ত্রী জয়া বচ্চন অবশ্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হননি – তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এদিন সকালে মুম্বাই পুর কর্তৃপক্ষের তরফে শহরে বচ্চন পরিবারের বাসভবন ‘জলসা’-কে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেটিকে সিল করে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে এর কয়েক ঘন্টা আগে শনিবার রাতে বলিউডের আর এক লেজেন্ড, অভিনেত্রী রেখার বাসভবনের এক নিরাপত্তারক্ষীও করোনা পাজিটিভ হিসেবে শনাক্ত হন।

clipping path tech

এরপর বৃহন্মুম্বই মেট্রোপলিটান কর্পোরেশন (বিএমসি)-র পক্ষ থেকে রেখার বাসভবনের একাংশও সিল করে দেওয়া হয়। অমিতাভ ও রেখা দুজনেই বলিউডে প্রায় সমসাময়িক। তাদের জুটিকেও মুম্বাই ফিল্ম রেখা নিজেরও করোনা টেস্ট করাচ্ছেন বলে বিএমসি-কে জানিয়েছেন।

ইতিমধ্যে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক – দুজনকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। শনিবার রাতে নিজেই টুইট করে অভিষেক অবশ্য জানিয়েছেন, “আমার ও বাবার এদিন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে।”

রবিবার সকালে সোশ্যাল মিডিয়াতে নিজেই একটি ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যাকে অবশ্য আপাতত হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না – তারা বাড়িতেই হোম আইসোলেশনে থেকে কোভিডের চিকিৎসা নেবেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য।

Buy Database Online – classy database

কয়েক দিন আগে তিনি ও তার মেয়ে আরাধ্য করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তারা।

গেল শুক্রবার রাতে ঐশ্বরিয়াকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, তার মেয়েকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার অমিতাভ বচ্চন টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায়, অমিতাভ-পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ। গেল রোববার ঐশ্বরিয়া ও তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে র‍্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পল টেস্টের ফল পজিটিভ। জানা যায়, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছেন তারা। সংক্রমিত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। কিন্তু আচমকাই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর:

টাইগার 3 বক্স অফিস কালেকশন দিন 2 প্রথম দিকের রিপোর্ট: সালমান খানের ফিল্ম 80 কোটি টাকারও বেশি অল-ইন্ডিয়া নেট নিয়ে ওভারড্রাইভ করার লক্ষ্য রাখবে

Share.
Leave A Reply

Exit mobile version