আপডেট :১২ জুলাই ২০২০, ০৯:৫৫ |  অনলাইন সংস্করণ    করোনাভাইরাসে আক্রান্ত তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ১০ জুলাই তাঁর কভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রীর পরিবারে করোনা হানা দেয় দিন দশেক আগে। করোনায় আক্রান্ত হন তমার বাবা ও পারিবারিক ড্রাইভার। সাত দিন আগে পজিটিভ হন ছোট ভাইও।

এরপর সন্দেহ থেকে পরীক্ষা করিয়েছিলেন তমা। ডাক্তারের পরামর্শে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানান তিনি। তমা বলেন, ‘ডাক্তারের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ফুসফুসের পুরানো জটিলতার কারণে তার বাবার অবস্থার অবনতি ঘটলেও পরিবারের বাকি সদস্যদের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

Buy Database Online – classy database

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তমা এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেকের পর শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সাত দিন আগে পজিটিভ হন ছোট ভাইও। এরপর সন্দেহ থেকে পরীক্ষা করিয়েছিলেন তমা।

ডাক্তারের পরামর্শে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানান তিনি।তমা বলেন, ‘ডাক্তারের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছি।সবাই আমার জন্য দোয়া করবেন।’ ফুসফুসের পুরানো জটিলতার কারণে তার বাবার অবস্থার অবনতি ঘটলেও পরিবারের বাকি সদস্যদের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

clipping path tech

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তমা। এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেকের পর শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা । তার সঙ্গে পুরো পরিবারও এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য চিত্রনায়িকা তমা মির্জা পরিবার সদস্য সবাই করোনায় আক্রান্ত।

metafore online

তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।’ এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ সিনেমায়।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সবশেষ সাদাত হোসেনের ‘গহিনের গান’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৯ সালের ৬ মে ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তিনি।

সম্পর্কিত খবর:

সল্টবার্ন’ পরিচালক এমেরাল্ড ফেনেল ব্রিটিশ শাসক শ্রেণীর অন্ধকার দিকটি অন্বেষণ করেছেন: ‘সবকিছুই ব্যক্তিগত, তাই না?’

Share.
Leave A Reply

Exit mobile version