আপডেট:২৬ জুলাই ২০২০, ১০:০৫ এএম|  অনলাইন সংস্করণ বলিউড থেকে তাড়ানোর চেষ্টা চলছে

বলিউড থেকে তাড়ানোর চেষ্টা চলছে

আমাকে বলিউড থেকে তাড়ানোর চেষ্টা চলছে: এআর রহমান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের অন্দরের নানা অজানা কথা সামনে আসতে শুরু করেছে। তরুণ তারকার এমন আচমকা আত্মহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। কয়েকদিন আগে গায়ক সোনু নিগম আশঙ্কা করেছিলেন যে, মিউজিক ইন্ডাস্ট্রি থেকেও এমন আত্মহত্যার খবর পাবেন সবাই। তারই মধ্যে এবার এআর রহমান মুখ খুললেন বলিউডে তাঁর অবস্থান নিয়ে।

metafore online

জীতায় পুরস্কার থেকে অস্কারের মঞ্চ মাতিয়ে আসা সঙ্গীত পরিচালক-গায়ক-বিশেষজ্ঞ এআর রহমান বলছেন যে, তিনি বলিউডের একটি প্রভাবশালী গোষ্ঠীর কুনজরের শিকার! ভাবতে অবাক লাগলেও, রহমানের মুখে এমন কথা শুনে চমকে উঠছেন ফ্যানেরা। এআর রহমান ভারতের দক্ষিণী সিনেমায় নিয়মিত গান করেন। কিন্তু তাঁকে বলিউডে নিয়মিত পাওয়া যায় না। কেন? এই প্রসঙ্গেই বলিউডে যে ‘গ্যাং’-এর আধিপত্য চলে তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন খ্যাতনামা এই সঙ্গীতশিল্পী।

তাঁর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যাঁরা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। ভালো ছবি না বলার ক্ষেত্রেই এরা এই গুজব ছড়িয়েছে।’ সদ্য মুক্তি পাওয়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’-র সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান। এই বিষয়ে তিনি বলেছেন, ‘যখন মুকেশ ছাবড়া আমার কাছে আসে তাঁকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, স্যার, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না।

clipping path tech

একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে।’

বলিউডে তাঁকে কোণঠাসা করা নিয়ে রহমানের আরও বক্তব্য, ‘অনেকে হয়তো চাইছেন আমি কাজ করি কিন্তু সেই গ্যাং তাঁদের সেটা করতে বাধা দিচ্ছে। ঠিক আছে। আমি ভাগ্যে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী। আমি মনে করি ভালো কাজ ভগবানই দেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমি সবার সঙ্গে কাজ করতে চাই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করতে চাই।

আমার দরজা সকলের জন্য খোলা রইল।’উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান বলেছেন, আমি বলিউডের একটি প্রভাবশালী গোষ্ঠীর কুনজরের শিকার। বলিউড থেকে আমাকে তাড়াতে বিরাট একটা গ্যাং সক্রিয়। তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডের অন্দরের নানা অজানা কথা সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগে গায়ক সোনু নিগম বলেছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রি থেকেও এমন আত্মহত্যার খবর পাবেন সবাই।

এরমধ্যেই এ আর রহমান মুখ খুললেন বলিউডে তার অবস্থান নিয়ে।

সুরের জাদুকরের মুখে এমন কথা শুনে অবশ্য চমকে উঠছেন তার ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এআর রহমান ভারতের দক্ষিণী সিনেমায় নিয়মিত গান করেন। কিন্তু তাকে বলিউডে নিয়মিত পাওয়া যায় না। কিন্তু কেন তাকে পাওয়া যায় না? সেই প্রসঙ্গে এই সংগীত শিল্পী বলেছেন, বলিউডে ‘গ্যাং’-এর আধিপত্য চলছে।তার কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যারা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।

Buy Database Online – classy database

ভালো ছবি না বলার ক্ষেত্রেই এরা এই গুজব ছড়িয়েছে। সদ্য মুক্তি পাওয়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’-র সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যখন মুকেশ ছাবড়া আমার কাছে আসে তাকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না।

একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে। বলিউডে তাকে কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে উল্লেখ করে এআর রহমান আরও জানান, অনেকে হয়তো চাইছেন আমি কাজ করি, কিন্তু সেই গ্যাং তাদের সেটা করতে বাধা দিচ্ছে। ‘আমি ভাগ্যে বিশ্বাসী, পরম করুণাময় আল্লাহতে বিশ্বাসী। আমি মনে করি ভালো কাজ আল্লাহ তায়ালা দেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমি সবার সঙ্গে কাজ করতে চাই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। আমার দরজা সবার জন্য খোলা রইল।’

সম্পর্কিত খবর:

ম্যাট রাইফ গার্হস্থ্য নির্যাতনের রসিকতার সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করে, মেডিকেল হেলমেটের লিঙ্ক দিয়ে প্রতিক্রিয়া জানায়

Share.
Leave A Reply

Exit mobile version