বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা কমিটি। মঙ্গলবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়ার সদস্যরা আগামী ২ অক্টোবর সারা দেশের সাথে মিল রেখে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ।

লিখিত বক্তব্যে ফারুক আহম্মেদ বলেন, ‘দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে-স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।’

ফারুক আহম্মেদ লিখিত বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সব ক্যাডারের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের দিকনির্দেশনা দিলেও তা পালিত হয়নি। অন্য ক্যাডারদের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি না হওয়ায় অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পিছিয়ে আছেন।

এ সময় মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি প্রফেসর এটিএম মাহবুবুল হান্নানসহ অর্ধশতাধিক বিসিএস শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version