চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম’র উদ্যোগে শাম্মী আক্তার সুমি শিশু বৃত্তি পরীক্ষায় অংশ নিল ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৪০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে’র হল রুমে প্রথম দিনে বাংলা ও দ্বিতীয় দিনে ইংরেজী-গনিত বিষয়ের উপর দু’দিন ব্যাপী এ পরীক্ষা শুরু হয়।

metafore online

এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।এসময় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রিয়াজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার হল নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন বরিশাল কিন্ডারগার্টেন Bangla News ফোরামের সদস্য মো. নাজিবুর রহমান, ও চরফ্যাশন গ্লোরিয়াস একাডেমির শিক্ষক মো. আলামিন, আমিরুল, আরিফ হোসেন প্রমুখ।

clipping path tech

শাম্মি আক্তার সুমি বৃত্তি পরীক্ষার বিষয়ে ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিন জানান, এ পরীক্ষায় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে অত্র স্কুলটি সহ এলাকার সুনামে অগ্রনী ভুমিকা রাখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, এছাড়াও শাম্মি আক্তার সুমি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে গত দুইবছরে অত্র দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version