টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের একাংশ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাদের মিছিলটি পল্টন টাওয়ারের সামনে থেকে বের হয়। পরে মিছিল পানির ট্যাংকি মোড়, পল্টন মোড় ঘুরে আবারও পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

metafore online

এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে গণভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে ।

তিনি বলেন, জনগণ সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত টানা হরতাল-অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে হবে। আর প্রশাসনের Bangla News ভাইদের বলবো, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণ আপনাদের শত্রু না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তার পরিণতি খারাপ হবে।

clipping path tech

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, জনগণের আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে সরকার গণগ্রেপ্তার করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে। বিএনপি, গণঅধিকার পরিষদসহ ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। মূলত সরকার হামলা-মামলা করে আন্দোলন দমন করতে মরিয়া।

Buy Database Online – classy database

মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহ সভাপতি বিপ্লব কুমার পোদ্দার । যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।

কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ,।

 

Share.
Leave A Reply

Exit mobile version