বগুড়ায় কারাগারে থাকা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলম শেখের বাড়িতে পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার এরুলিয়া বানদিঘী ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আলম শেখ এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মৃত লজি শেখের ছেলে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে বগুড়া জেলা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আলম শেখের বাড়ির টিনের চাল থেকে দুইটি বিষ্ফোরিত ও একটি অবিষ্ফোরিত পটকা উদ্ধার করা হয়।

ইউপি সদস্যর স্ত্রী মনিরা বেগম বলেন, আলম কারাগারে থাকায় মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলাম। সোমবার দিবাগত রাত ১টার পর দুই দফায় বাড়ির টিনের চাল বিকট বিষ্ফোরণের শব্দ হয়। সকালে গ্রামের মানুষদের ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটন্থালে এসে টিনের চাল থেকে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করে। যাচাই বাছাই শেষে জানানো হয় এগুলো পটকা ছিল।

মনিরা বেগম আরও বলেন, ঘটনার সময় কাউকে দেখতে পাইনি। তাই নির্দিষ্টভাবে কাউকে নিয়ে অভিযোগও নেই।

ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপরেই মামলার তিন নম্বর আসামি ইউপি সদস্য আলম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি বগুড়া জেলা কারাগারে আছেন।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, খবর পেয়ে ইউপি সদস্যর বাড়ি পরিদর্শন করা হয়েছে। ওইসময় তিনটি পটকা উদ্ধার করা হয়। পটকাগুলোর মধ্যে হাতবোমা জাতীয় কোন দ্রব্যাদি ছিল না। এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version