আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪ |  অনলাইন সংস্করণ হেরে ফিল্ডিংয়ে রংপুর

টস হেরে ফিল্ডিংয়ে রংপুর

হেরে ফিল্ডিংয়ে রংপুর

পিএলের সিলেট পর্বে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের।

খুলনা টাইগার্সের কাছে হেরেছে ২৮ রানে।ঘুবিরে দাঁড়ানোর লক্ষ্যে আজ দুর্দান্ত ঢাকা বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে তারা।অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরুটা দারুণ করে ঢাকা। কিন্তু পরের ম্যাচেই হেরে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। সিলেটে আজই প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছে তিনটি। অন্যদিকে একই একাদশ নিয়ে খেলছে রংপুর।

clipping path tech

ঢাকা একাদশ: নাঈম শেখ, দানুশকা গুনাথিলাকা, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রুসপুল, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।রংপুর একাদশ: রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবি, মাহাদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। মাঠে নামছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

টস জিতে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। খুলনা নামছে ব্যাটিংয়ে।  আজ রংপুরের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গিয়ে বিপিএলের এক ম্যাচ মিস করা সাকিব আল হাসান আজকের ম্যাচ দিয়ে ফের বিপিএলে ফিরছেন।

 

metafore online

হ্যাটট্রিক জয়ের মিশনে টস হারলেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়, তবে তাদেরই আগে ব্যাট করতে পাঠালেন রংপুর রাইডার্সের দলনেতা নুরুল হাসান সোহান। দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। সাকিবকে একাদশে ফেরাতে রংপুর রাইডার্স বাদ দিয়েছে স্পিনার হাসান মুরাদকে।  বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা টাইগার্স। দলটি রয়েছে টেবিলের শীর্ষে।

অপরদিকে দুই ম্যাচ থেকে একটি জয় ও একটি হার নিয়ে টেবিলের তিনে রয়েছে রংপুর।  রংপুর রাইডার্স একাদশ : বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিপন মন্ডল।  খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, আফিফ হোসেন, ফাহিম আশরাফ, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।  যাযাদি/ এসএম

সম্পর্কিত খবর:

আভিশকার ঝড়ে চট্টগ্রামের বড় সংগ্রহ

Share.
Leave A Reply

Exit mobile version