আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ |  অনলাইন সংস্করণ  বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

ব্যাট হাতে কাটিয়েছেন দুর্দান্ত সময়, গড়েছেন একের পর এক রেকর্ড।

সেই সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি।   যেখানে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মোহাম্মদ শামি, শুভমান গিল ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।  বিশ্বকাপের বছরে ২৭ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৮ ফিফটিসহ ৭২.৪৭ গড়ে ১ হাজার ৩৭৭ রান করেছেন কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে সর্বোচ্চ চারবার ওয়ানডের বর্ষসেরা হওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটার।

metafore online

এর আগে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালে বর্ষসেরা হন তিনি।   ২০২৩-এ মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন কোহলি। ঘরের মাঠে বিশ্বকাপে দেন অবিশ্বাস্য পারফরম্যান্স। ১১ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিসহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ রান করা শচীন টেন্ডুলকারের (৬৭৩ রান) রেকর্ড। এছাড়া সে বছরই টেন্ডুলকারের আরও এক রেকর্ড ভাঙেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়েন ডানহাতি এই ব্যাটার। ২০২৩ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলেছে ভারত।

যেখানে ব্যাট হাতে আসরের সেরা পারফর্মার ছিলেন বিরাট কোহলি।

এই মেগা আসর ছাড়া এশিয়া কাপেও দুর্দান্ত ছিলেন তিনি। বছর জুড়ে এমন পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন কোহলি।  

গত বছর ২৪ ইনিংসে ব্যাটিং করে ৭২.৪৭ গড়ে করেছেন ১ হাজার ৩৭৭ রান করেছিলেন কোহলি। যেখানে ৬ সেঞ্চুরি ও ৮ ফিফটির দেখা পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। এই সময়ে তিনি ব্যাটিং করেছেন ৯৯.১৩ স্ট্রাইক রেটে।   বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরো তিনজন। মোহাম্মদ শামি, শুবমান গিল ও ড্যারিল মিচেলকে হারিয়েছেন কোহলি।

  ২০২৩ সালে পুরো বছর জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। সবমিলিয়ে গেল বছর ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে এক হাজার ৫৮৪ রান করেছেন তিন। যেখানে তিনি ব্যাটিং করেছেন ৬৩.৩৬ গড় ও ১০৫.৪৫ স্ট্রাইক রেটে।   মোহাম্মদ শামি গত বিশ্বকাপে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ঘরের মাঠের সেই আসরে সাত ম্যাচে মাত্র ১০.১৭ গড়ে শিকার করেছেন ২৪ উইকেট। আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন তিনি। সেমি-ফাইনালে একাই ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছিলেন এই পেসার।

clipping path tech

সব মিলিয়ে পুরো বছরে ১৯ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০২৩ সালের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর দারুণ কেটেছে কামিন্সের।   ভারতে ওয়ানডে বিশ্বকাপ জেতা ছাড়াও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার নেতৃত্বে জিতেছে অস্ট্রেলিয়া। কামিন্স সতীর্থ ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে হারিয়ে এই স্বীকৃতি আদায় করে নেন।

  এদিকে গত বছর দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দেওয়ার স্বীকৃতি পেয়েছেন কোহলি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। সেরার লড়াইয়ে কোহলি হারিয়েছেন তার দুই সতীর্থ শুবমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।   আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।

তিনি পেছনে ফেলেছেন স্বদেশি ট্রাভিস হেড, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে।   বৃহস্পতিবার খাজাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়ে এবারই প্রথম সেরার পুরস্কার জিতলেন এই অসি ওপেনার।

সম্পর্কিত খবর:

বিশ্বকাপ জেতা কামিন্সই হলেন বর্ষসেরা ক্রিকেটার

Share.
Leave A Reply

Exit mobile version