আপডেট ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪অনলাইন সংস্করণ করোনা শনাক্তের হার

করোনা শনাক্তের হার বেড়ে ৯ দশমিক ২৬

করোনা শনাক্তের হার

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের।  এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৪০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯০১ জন।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

clipping path tech

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৮৯৬টি এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৪৪ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে নয় দশমিক ২৬ শতাংশ হয়েছে, যা গতকাল ছিল আট দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকেও কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮৩৯ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৯৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৪১ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে গত দুই সপ্তাহের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্তের হার আরও বেড়ে ৯ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। শনাক্তের এই হার গত ১৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল ১১ জানুয়ারি, ১০ দশমিক ৩০ শতাংশ।    গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগীর এই সংখ্যাও গত ১৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ১১ জানুয়ারি, ৪৪ জন।   সাতদিন আগে প্রথম শনাক্ত হার ৫ শতাংশ ছাড়িয়ে যায়।

এরপর শনাক্তের হার বাড়তে বাড়তে গত মঙ্গল ও বুধবার ৮ শতাংশ ছাড়িয়ে যায়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় তা এক লাফে ৯ শতাংশ ছাড়িয়ে যায়।   গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের জন্য গতকাল পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯০১ জনের। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন।

metafore online

  সপ্তাহের সর্বনিম্ন ডেঙ্গু রোগী : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

রোগীর এই সংখ্যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে সমসংখ্যক রোগী শনাক্ত হয়েছিল ১৯ জানুয়ারি।   নতুন রোগীদের মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে ১৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪৫ জনে। তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ৩২৯ জন ও ঢাকার বাইরে ৬১৬ জন।  

গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা চার দিন ডেঙ্গুতে মৃত্যুশূন্য। সর্বশেষ ২১ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৪ জন মারা গেল। তাদের মধ্যে আটজন ঢাকায় ও ছয়জন ঢাকার বাইরে মারা গেছে।   এ বছর মৃত্যুহার ১ দশমিক ৫ শতাংশ। তবে ঢাকায় মৃত্যুহার ২ দশমিক ৪ শতাংশ ও ঢাকার বাইরে ১ শতাংশ।

সম্পর্কিত খবর:

শীর্ষ চার হুতি নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Share.
Leave A Reply

Exit mobile version