আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪ |  অনলাইন সংস্করণ জয়ে ফিরলো রংপুর 

ঢাকাকে হারিয়ে জয়ে ফিরলো রংপুর

জয়ে ফিরলো রংপুর

সিলেট থেকে: কুয়াশায় ঢেকে আছে চারপাশ।

গ্যালারিতেও খুব বেশি মানুষের উপস্থিতি নেই।   তবে এ অবস্থাতে ছন্দটা ঠিকই খুঁজে পেয়েছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে বড় রান করার পর বল হাতেও প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে দিয়েছে তারা।  শনিবার সিলেটে বিপিএলের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে তারা। জবাব দিতে নেমে ১০৪ রানে অলআউট হয়ে যায় ঢাকা।

clipping path tech

  টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানের উদ্বোধনী জুটি পায় রংপুর রাইডার্স। ১৩ বলে ২০ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তাসকিন আহমেদ। তার বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ নেন আলাউদ্দিন বাবু। রনি তালুকদার ফেরেন আরাফাত সানির বলে। ৭ বল খেলে ১১ রান করেন তিনি।   এরপর বাবর আজমের সঙ্গে ভালো একটি জুটি গড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৯ বলে ৫০ রানের ওই জুটি ভাঙে সানির বলে সোহান এলবিডব্লিউ হয়ে ফিরলে।

  তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয়বারের মতো হাফ সেঞ্চুরি করেন বাবর আজম। ৫ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৬২ রান করে গুনাথিলাকার বলে লং অফ দিয়ে তুলে মারতে গিয়ে মেহরব হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। ক্রিজে এসে রীতিমতো ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। ২ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন তিনি। যদিও আট উইকেট হারালেও এদিন ব্যাট করতে নামেননি চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান।

ঢাকার হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন আরাফাত সানি।

  বড় রান তাড়ায় নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি দুর্দান্ত ঢাকা। ইনিংসের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শূন্য রান করা গুনাথিলাকা। আরেক ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে আসে ১৫ বলে ৯ রান।   দলের হয়ে একই লড়াই করেন অ্যালেক্স রস। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ৭ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৫১ রান করে মাহেদী হাসানের বলে বোল্ড হন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ১৪ রান আসে সায়েম আইয়ুবের ব্যাট থেকে। রংপুরের হয়ে মাহেদী তিনটি, ওমরজাই ও হাসান নেন দুটি করে উইকেট।   

metafore online

একপ্রান্ত আগলে রেখে ৪৬ বলে ৬২ রান করেন বাবর আজম। শেষ দিকে ৩২ রানের ক্যামিও খেলেন আজমতউল্লাহ ওমারজাই।  সবমিলিয়ে ১৮৪ রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। লক্ষ্য তাড়ায় ২১ বল বাকি থাকতেই ঢাকার ইনিংস থেমেছে ১০৪ রানে।

   আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পেয়েছে রংপুর। দশম ওভারে প্রথম বোলিংয়ে এসে তিন ওভারে সাকিব আল হাসান নেন ১টি উইকেট।  ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আরাফাত সানি।

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকাচলতি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে দুর্দান্ত ঢাকা। ২ ম্যাচে ১টি জিতে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে ঢাকা। আর ৩ ম্যাচে ২ হারে রংপুর আছে ৬ নম্বরে।

সম্পর্কিত খবর:

অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

Share.
Leave A Reply

Exit mobile version