আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ |  অনলাইন সংস্করণ  বাবরের ‘ডিসিপ্লিন’ থেকে শিখছেন রিপন

বাবরের ‘ডিসিপ্লিন’ থেকে শিখছেন রিপন

বাবরের ‘ডিসিপ্লিন’ থেকে শিখছেন রিপন

সিলেট থেকে: একই নেটে বাবর আজম ও রিপন মণ্ডল। বাংলাদেশের তরুণ পেসারের বল খেলছেন পাকিস্তানি তারকা; এমন কিছু হয়তো ভাবতেও পারেননি তিনি।   এখন সেটিই বাস্তবতা। দুজনেই এবারের বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।  ড্রেসিংরুম ভাগাভাগি, একসঙ্গে থাকা, অনুশীলন ও ম্যাচ খেলা।

clipping path tech

সব অভিজ্ঞতাই হয়েছে রিপনের। কিন্তু বাবরের কাছে সবচেয়ে ভালো ব্যাপার কোনটি শিখলেন? এই উত্তরও দিয়েছেন রিপন।   তিনি বলেন, ‘ওনার ডিসিপ্লিন ভালো লেগেছে। অনুশীলনের প্রতি কতটা নিবেদিত। এসব ভালো লাগছে আমার। তবে ওরকমভাবে বাবর আজমের সঙ্গে কথা হয়নি। ’   এবারের বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর চোখের চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছে সিঙ্গাপুরে। সেখান থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার সব ম্যাচে খেলুক, এমন চাওয়া রিপনের।   তিনি বলেন, ‘উনার মতো খেলোয়াড় থাকলে আমাদের তরুণদের জন্য ভালো। উনি থাকলে টিমে আসলে অন্য রকমের একটা ব্যাপার থাকে। আমরা চাই যে উনি প্রতিটা ম্যাচ খেলুক। উনি থাকলে আসলে আমাদের অপশনগুলো অনেক থাকে।

সো আমরা চাই, প্রতিটা ম্যাচ খেলুক। ’   বিপিএলে এমনিতে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের।

metafore online

তবে পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। এই ম্যাচে প্রত্যাশা কী?   রিপন বলেন, ‘আমাদের টার্গেট থাকবে সেরা খেলাটা খেলা, যেহেতু শেষ ম্যাচে জয়ী হইছি। সবমিলিয়ে সবকিছু মিলিয়ে আমরা চাই যে ভালো একটা ম্যাচ হোক ইনশাল্লাহ। বাকিটা ফল কালকে দেখা যাবে। ’   পেস অ্যাটাক নিয়ে পরিকল্পনা সম্পর্কে রিপন বলেন, ‘ওই রকম আলাদা পরিকল্পনা নেই। আমাদের প্রথম পরিকল্পনাই হলো ভালো জায়গায় বল ফেলে ব্যাটারকে দ্বিধায় ফেলা। ’

সম্পর্কিত খবর:

ছোটপর্দায় আজকের খেলা

Share.
Leave A Reply

Exit mobile version