আপডেট ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪অনলাইন সংস্করণ কক্সবাজারে সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক

কক্সবাজারে সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে শনিবার

কক্সবাজারে সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক

কক্সবাজার: কক্সবাজারে দুই দিনব্যাপী সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।

সমুদ্রবিজ্ঞানী ও গবেষকদের অংশগ্রহণে শনিবার (২৭ জানুয়ার) এ সম্মেলন শুরু হচ্ছে।‘টেকসই সুনীল অর্থনীতির জন্য সমুদ্রবিদ্যা: উন্নত ভবিষ্যতের জন্য উদ্ভাবন’ শীর্ষক এ সম্মেলনে সমুদ্রবিদ্যার ছয়টি শাখার ৭২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে জানিয়েছেন আয়োজক সংস্থা বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ

clipping path tech

সম্মেলনে তিনি বলেন, এ আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য হলো দেশ বিদেশের প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী

ও গবেষকদের একত্রিত করা এবং তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল উপস্থাপন করা। এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জ সম্পর্কে দিক-নির্দেশনা পাওয়া যাবে, যা গবেষকদের গবেষণা কাজে পাথেয় হবে।

তিনি জানান, সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৪০টি গবেষণা সারমর্ম জমা পড়ে। এর মধ্য থেকে ৭২টি ওরাল ও ১৩০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচন করা হয়েছে। ওরাল প্রেজেন্টেশনগুলো মোট ১১টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে দেশ বিদেশের ৩০ জন সমুদ্রবিজ্ঞানীর অংশগ্রহণের মাধ্যমে দুই দিনে সম্পন্ন হবে।

এ ছাড়া পোস্টার প্রেজেন্টেশনগুলো সাতটি টেকনিক্যাল সেশনে দুই দিনে সম্পন্ন হবে এবং প্রথম তিনজনকে বেস্ট পোস্টার প্রেজেন্টার হিসেবে পুরস্কৃত করা হবে।

ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত দুদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে (আইওসি) চীন, ভারত, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘসহ পাঁচ দেশের সমুদ্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের কয়েকশ গবেষক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টায় দুদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

metafore online

সম্মেলনের মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করবেন চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফির (এফআইও) ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফাংলি চিয়াও, ইউনেস্কোর ইন্টার গভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের (আইওসি) ওশান কার্বন সোর্সেস অ্যান্ড সিঙ্কস প্রোগ্রাম স্পেশালিস্ট ড. ক্রিস্টিয়ান আইসেন্স এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম।

সমাপনী অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করবেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিটিউটের (এনআইও) ডিপার্টমেন্ট অব জিওলজিক্যাল ওশানোগ্রাফির চিফ সায়েন্টিস্ট (অব.) রনধীর মুখোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফির ড.আফতাব আলম খান, ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের ব্লু ইকোনমি অ্যান্ড ক্লাস্টারের প্রধান; কেমি ইউদ ।

সম্পর্কিত খবর:

মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিং, ১৩০ রানে থামলো কুমিল্লা

Share.
Leave A Reply

Exit mobile version