আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের চলাচলের, কার্যক্রমের একটা সীমানা আছে। আমরা বিশ্বাস করি তিনি সেটা মেনে চলবেন।

metafore online

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পক্ষপাতমূলক আচরণ আওয়ামী লীগের কাম্য নয়। পিটার হাসকে আমরা আমাদের পক্ষে চাই না। অন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করেন তাও চাই না। যুক্তরাষ্ট্র অবশ্য এরইমধ্যে বলেছে, তারা কোনো দলের পক্ষাবলম্বন করবে না। আমরা চাই বাস্তবে যেন তার প্রতিফলন ঘটে।

clipping path tech

বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতিমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।

বাংলাদেশে বিরোধীদলের ওপর সরকারের নিপীড়ন অব্যাহত

তিনি আরও বলেন, নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই।

বাংলাদেশে বিরোধীদলের ওপর সরকারের নিপীড়ন অব্যাহত

একতরফা নির্বাচন করার খায়েশে বাংলাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের নিপীড়ন অব্যাহত রয়েছে। সরকারের নির্দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে শুক্রবার বেলা তিনটা পর্যন্ত প্রধান বিরোধীদল বিএনপির এই ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

Buy Database Online – classy database

এ ছাড়া গতকাল ও আজ নেত্রকোনায় বিএনপির অঙ্গসংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির অন্তত ৯ হাজার ৮৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ১৫৬ জন।

Bangla News | 24NBN Bangla News | 24NBN Bangla News | 24NBN
সম্পর্কিত খবর

Share.
Leave A Reply

Exit mobile version