নানা কারণে আলোচিত-সমালোচিত চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী দম্পতি অর্থসম্পদশালী। তবে স্ত্রীর চেয়ে নদভীর কাছে স্বর্ণের পরিমাণ বেশি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। Bd news Bangla

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ ও ২০১৮ তে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

metafore online

সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, স্থাবর-অস্থাবর সম্পত্তির পাশাপাশি নদভী ও তার স্ত্রী বিপুল পরিমাণ স্বর্ণের মালিক। তবে স্ত্রীর চেয়ে নদভীর প্রায় দ্বিগুণ স্বর্ণ রয়েছে। এর মধ্যে নদভীর স্বর্ণের পরিমাণ ৯০ ভরি, আর স্ত্রীর স্বর্ণের পরিমাণ ৫০ ভরি। তবে নদভী ৯০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন আড়াইলাখ টাকা আর স্ত্রীর ৫০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৫ লাখ টাকা।

সম্পর্কিত খবর

নদভীর নগদ টাকা রয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা

এবং তার স্ত্রীর রয়েছে ২০ লাখ ২১ হাজার ২৪৬ টাকা। নদভীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৩৪৪ টাকা এবং তার স্ত্রীর রয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৯৫ টাকা। নদভীর ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ২২০ টাকা এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) রয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৪ টাকা। নদভীর স্ত্রী রিজিয়ার নামে ফিক্সড ডিপোজিট রয়েছে ১৮ লাখ ৯৩ হাজার ৮৭৬ টাকা এবং ডিপিএস রয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৮ টাকা।

clipping path tech

তাছাড়াও নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সভা ও সম্মানি থেকে বার্ষিক ১ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা ভাতা পেয়েছেন। যা তার জাতীয় সংসদ থেকে পাওয়া ভাতার প্রায় ছয়গুণ। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ থেকে তিনি এই সময়ে ভাতা পেয়েছেন ২৩ লাখ ১৫ হাজার ৭০৭ টাকা। অর্থাৎ প্রতি মাসে নদভী আইআইইউসি থেকে ভাতা পান প্রায় সাড়ে সাড়ে ১১ লাখ টাকা।

শুধু নদভী একা নন, তার ওপর নির্ভরশীল ব্যক্তিও আইআইইউসি থেকে বড় অংকের ভাতা পেয়েছেন। ৪৪ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা সম্মানি পেয়েছেন ওই নির্ভরশীল ব্যক্তি। আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। ধারণা করা হচ্ছে নির্ভরশীল ব্যক্তি বলতে এখানে স্ত্রীকে বুঝিয়েছেন নদভী। Bd news Bangla

শুধু সম্মানি নন, আইআইইউসি থেকে ঋণও নিয়েছেন নদভী। হলফনামার দায়-অংশে নদভী উল্লেখ করেন

Buy Database Online – classy database
আইআইইউসি থেকে নদভী ৪৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ঋণ নিয়েছেন।

২০২১ সালের ১ মার্চ আইআইইউসির বোর্ড অব ট্রাস্টির পরিবর্তন হয়। ওইদিন শিক্ষা মন্ত্রণালয় ২১ সদস্যের নতুন বোর্ডের অনুমোদন দেয়। বোর্ডের চেয়ারম্যান করা হয় আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে। বোর্ডের বাকি সদস্যরাও সরকারি দল আওয়ামী লীগ নতুন বোর্ড গঠন নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ব্যাখ্যা দিয়েছিল। কোনো ধরনের নিয়ম-নীতি না মেনে চর দখলের মতো নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল বলে দাবি করেছিল কর্তৃত্ব হারানো পক্ষটি। তবে পাল্টা অভিযোগ তোলে নদভী তখন দাবি করেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশিষ্ট নাগরিকদের নিয়েই বোর্ড গঠন করা হয়েছে।এ বিষয়ে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বক্তব্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version