আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩ এএম |  অনলাইন সংস্করণ  ৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার মধ্যকুমোরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডিমবাহী একটি পিকআপভ্যান থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- নাগেশ্বরী থানার চৌকিদার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের রিপন খান। অন্যদিকে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ২৫কেজি গাঁজাসহ নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার মাদক কারবারি ছকিম উদ্দিনকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও জেলা ডিবি পুলিশের ওসি আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে

কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার মধ্যকুমড়পুর এলাকায় অভিযান চালিয়ে নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি ডিমবাহী পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার নিচে ফিটিংকৃত অবস্থায় ৩টি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ নাগেশ্বরী উপজেলার চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম (২০) ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন খান (২৮)কে গ্রেফতার করা হয়। অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

metafore online

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের  গ্রেফতার করছি।  আজকের এই বিপুল পরিমাণ মাদক ও কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রাজধানীর খিলক্ষেতের পুড়াতলী বাজার থেকে ৭৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-২

এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মিনি পিক-আপ আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, মো. হুমায়ন, মো. শহীদুল ইসলাম ও মো. জামাল হোসেন ওরফে শাহ আলম। র‌্যাবের দাবি আটক ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক মঙ্গলবার এ তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার বড় একটি চালান নিয়ে পুড়াতলীর একটি গ্যারেজের সামনে আসবে। এ তথ্যে গ্যারেজের সামনের রাস্তায় চেকপোস্ট বসায় র‌্যাব-২। রাতে সন্দেহভাজন মিনি পিকআপটি এলে থামার সংকেত দেয়া হয়।

clipping path tech

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ থামিয়েই তিন ব্যক্তি দৌড়ে পালাতে থাকে। এ সময় ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রথম গাঁজার বিষয়ে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা দেখিয়ে দিলে পিকআপের পেছনে লোহার পাতের নিচে থেকে স্কচট্যাপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা আরো জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে গাঁজা এনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে। গাঁজা বহনে ব্যবহৃত মিনি পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ-সৌদি আরবের এফটিএ সই‌য়ের এখনই উপযুক্ত সময়

Share.

Comments are closed.

Exit mobile version