বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক (৪২) গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে শাজাহানপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কামরুজ্জামান মানিক বগুড়ার শাজাহানপুরের দক্ষিণ বেজোড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এর আগে মঙ্গলবার বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শহরের বনানী টিএনটি কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, এক ব্যক্তির কাছ থেকে কামরুজ্জামান প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা অর্থ আত্মসাৎ করেন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ১২ জানুয়ারি কামরুজ্জামানকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। র‌্যাব মঙ্গলবার বিকেলে কামরুজ্জামানকে গ্রেপ্তারের পর থানায় পাঠায়। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল বলেন, কোন ব্যক্তির অপরাধের দায়ভার সংগঠন বহন করবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version