প্রকাশিত :২৭ নভেম্বর ২০২৩, ১০:১৯ পিএম | অনলাইন সংস্করণ

 

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি

যুক্তরাষ্ট্রের ভার্মন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে হিশাল আওতারতানি, কিন্নার আবদেল হামিদ ও তাহসিন আহমেদ নামের তিনি ছাত্রকে গুলি করা হয়।

এরমধ্য আওতারতানি পিঠে, আহমেদ বুকে এবং আবদেল আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবদেলের অবস্থা স্থিতিশীল হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী। পুলিশ বলছে, হামলার সময় ওই তিন ছাত্র ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরিহিত ছিল। আর হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। সন্দেহভাজনদের এরইমধ্যে খোঁজা শুরু করেছে পুলিশ।

এ ঘটনার জের ধরে হিশাল আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওতারতানি বলেন, “ফিলিস্তিনিদের ওপর অমানবিক আচরণ বেড়েই চলেছে। পরিস্থিতি এমন যে যখন তখন জীবন দিতে হতে পারে।” এদিকে ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স সর্বশেষ সহিংসতার নিন্দা জানিয়ে এক্সে(সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, “এটি মর্মান্তিক যে ভার্মন্টে তিনজন তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে।

যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট সোশ্যাল মিডিয়ায় তিনজনের একটি ছবি পোস্ট করে বলেন,

“ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বন্ধ করতে হবে।” বিবিসি বলছে, ইসরায়েল-হামাস সহিংসতার জেরে ইসলামবিরোধী নানা ঘটনা ঘটছে। এরমধ্যে রয়েছে হিংসাত্মক হামলা, অনলাইনে হয়রানিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড ।যুক্তরাষ্ট্রের ভারমন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে।

clipping path tech

স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিন শিক্ষার্থী হলেন হিশাল আওতারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ। এরই মধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ভার্মন্ট ক্যাম্পাসের কাছে হিশাল আওতারতানি, কিন্নার আবদেল হামিদ ও তাহসিন আহমেদকে গুলি করা হয়।

এরমধ্য আওতারতানি পিঠে, আহমেদ বুকে এবং আবদেল আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবদেলের অবস্থা স্থিতিশীল হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, হামলার সময় বন্ধুকধারীরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরিহিত ছিল এবং আরবি ভাষায় কথা বলছিল। সন্দেহভাজনদের এরইমধ্যে খোঁজা শুরু করেছে পুলিশ।

আহতদের তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হিশাল আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওতারতানি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর অমানবিক আচরণ বেড়েই চলেছে।

পরিস্থিতি এমন যে যখন তখন তাদের নিজেদের জীবনও দিতে হতে পারে। এদিকে ফিলিস্তিনের অলাভজনক প্রতিষ্ঠান মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং বলছে, হামলাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা শান্তি পাব না। আবার আমেরিকান ইসলামি রিলেশন কাউন্সিল অপরাধীর সম্পর্কে তথ্য দিতে পারলে তাকে ১০ হাজার ডলার পুরস্কার দিবে বলে ঘোষণা করেছে।

এদিকে ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স সর্বশেষ সহিংসতার নিন্দা জানিয়ে এক্সে(সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, এটি মর্মান্তিক যে ভার্মন্টে তিনজন তরুণকে এভাবে গুলি করা হয়েছে। যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট সোশ্যাল মিডিয়ায় তিনজনের একটি ছবি পোস্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বন্ধ করতে হবে। এই ঘটনার রেশ ধরেই বিবিসি বলছে, ইসরায়েল-হামাস সহিংসতার জেরে ইসলামবিরোধী নানা ঘটনা ঘটছে।

metafore online

এরমধ্যে রয়েছে হিংসাত্মক হামলা, অনলাইনে হয়রানিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড । যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছেই এই হামলার ঘটনা ঘটে।

এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার।

সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। গুলিবিদ্ধ ওই তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়। বিবিসি বলছে, হামলার ঘটনার পর কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করছেন। তারা বলছেন, হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version