আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫:৫৩ এএম  |  অনলাইন সংস্করণ  পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

স্বেচ্ছা নির্বাসন শেষে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী লন্ডনে চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষ করে শনিবার (২১ অক্টোবর) দেশে ফিরছেন৷ সাধারণ নির্বাচনের তিন মাস আগে দেশে ফিরছেন দুর্নীতির দুটি মামলায় ১৪ বছর কারাদণ্ড পাওয়া শরীফ৷  গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন দেশে ফেরার সঙ্গে সঙ্গে যেন তাকে গ্রেপ্তার করা না হয় সেজন্য আদালতে আবেদন করেছিলেন তিনি৷ বৃহস্পতিবার আদালত তাকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে৷

Buy Database Online – classy database

ঐদিন আদালতে শরীফের হাজিরা দেওয়ার কথা রয়েছে৷ ২০১৭ সালে শেষবার ক্ষমতাচ্যুত হন শরীফ৷ এরপর সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালে লন্ডন চলে গিয়েছিলেন৷

আদালত তাকে চিকিৎসা সেবা নিতে সীমিত সময়ের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল৷ লন্ডনে থেকেই নওয়াজ শরীফ ২০১৮ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সফল হন৷ ফলে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন ইমরান খান৷ তিনিও এখন জেলে আছেন৷ ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজের ছোট ভাই শাহবাজ শরীফ৷ আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা৷

metafore online

দেশটিতে ইমরান খানের এখনও অনেক জনপ্রিয়তা আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান৷ তিনি বলেন, ইমরান খানের বিশাল ভোটব্যাংকের কারণে শরীফের দলের জনপ্রিয়তা কমেছে৷ ২০১৭ সালে শরীফ ক্ষমতাচ্যুত হওয়ার সময় পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৮ শতাংশ৷ মূল্যস্ফীতি ছিল মাত্র চার শতাংশ৷ এদিকে, গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার গতবছরের সেপ্টেম্বরের তুলনায় ৩১ শতাংশ বেশি ছিল৷ আর এই বছরের জিডিপি প্রবৃদ্ধি দুই শতাংশের কম হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে৷লেখক ও বিশ্লেষক আয়েশা সিদ্দিকা মনে করছেন, অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকারের মধ্য দিয়ে শরীফ নির্বাচনি প্রচারণা শুরু করতে পারেন৷ তবে নওয়াজ শরীফ ও ইমরান খান দুজনই সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না৷

চার বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই চার বছর তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন। নওয়াজের এই ফিরে আসা দেশটিতে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। আজ শনিবার (২১ অক্টোবর) বিকালে একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে ইসলামাবাদে অবতরণ করেন। এসময় তাকে স্বাগত জানানে ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের শীর্ষ নেতারা।

clipping path tech

এদিকে দুবাই থেকে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে ফিরতে পারায় তিনি অত্যন্ত খুশি। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) জ্যেষ্ঠ নেতা খাজা মোহাম্মদ আসিফ বলেন, নওয়াজের ফিরে আসাটা পাকিস্তানের অর্থনীতি ও জনগণের জন্য ভালো কিছু করতে সাহায্য করবে। পিএমএল-এন এর আইন শাখা বলছে, নওয়াজকে এখনই জেলে যেতে হবে না। কারণ বৃহস্পতিবার তাকে সাময়িক স্বস্তি দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। অ্যাভেনফিল্ড এবং আল-আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজকে ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্ট তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন। সেময় দুটি পৃথক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৭ এবং ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পর নওয়াজ শরীফ এক বছরেরও কম সময় কারাগারে কাটান। পরবর্তীতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version