আপডেট : অক্টোবর ২১, ২০২৩,০৯:৪১ এএম  |  অনলাইন সংস্করণ    ইসরায়েলকে গণহত্যা বন্ধের আহ্বান 

ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান এরদোয়ানের

ইসরায়েলকে গণহত্যা বন্ধের আহ্বান

গির্জায় বোমা হামলা করে দেশকে নিরাপদ রাখা যায় না। কোনো নিপীড়ন শান্তির দিকে নেয় না। গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পরিস্থিতি নিয়ে এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি নেতৃত্ব ভুল না শুধরিয়ে এবং রাষ্ট্রীয় প্রজ্ঞার আলোকে কাজ না করে একটি সংগঠনের মতো ব্যবহার করছে। এটা তারা এই অঞ্চলের বাইরের (মধ্যপ্রাচ্য অঞ্চলের) খল অভিনেতাদের দ্বারা প্ররোচিত হয়ে করছে।

Buy Database Online – classy database

ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে। গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য পশ্চিমা শক্তি ও গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোয়ান। তিনি বলেছেন, এই অঞ্চলকে অবশ্যই যত দ্রুত সম্ভব চলমান উন্মত্ততা থেকে মুক্ত করতে হবে।তুরস্কের প্রেসিডেন্ট এ সময় বলেন, পশ্চিমা দেশগুলো এগুলো উৎসাহিত করছে এবং তাদের গণমাধ্যমগুলো বৈধতা দানের প্রতিযোগিতায় রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট যোগ করেন, এক নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই অঞ্চলটিতে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আমরা বিশ্বাস করি। এতে অঞ্চলটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন করবে। মানবিক সংকট এড়াতে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানের জন্য তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

clipping path tech

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ‘গণহত্যার পর্যায়ে পৌঁছেছে’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের সাথে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, স্বাধীন ফিলিস্তি

এরদোয়ান বলেন, গাজায় নিরীহ বেসামরিক লোকজনকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের প্রচেষ্টায় সকলের সমর্থন জানানো উচিত।

নি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব। এর আগে, বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসকে পশ্চিমারা ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

metafore online

আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন এরদোয়ান।গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: ব্রাজিলের প্রেসিডেন্ট‘গাজায় যা ঘটছে তা যুদ্ধ নয়, বরং গণহত্যা’ উল্লেখ করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

তিনি বলেছেন, গাজায় সংঘাত কোনও যুদ্ধ নয় বরং ‘গণহত্যা’; যা হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফেডারেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে হামাস-ইসরায়েল যুদ্ধ সম্পর্কে এমন মন্তব্য করেছেন লুলা ডি সিলভা। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারের আমির তামিন বিন হামাদ আল-থানির সাথে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কীভাবে থামানো যায়, সেই বিষয়ে টেলিফোনে কথা বলবেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version