আপডেট :৬ জানুয়ারি ২০২৩,২২:০৪ এএম  |  অনলাইন সংস্করণ    জমা দিয়েছেন

দুই আসনের মনোনয়ন জমা দিয়েছেন হিরো আলম

 জমা দিয়েছেন

দলীয় সিদ্ধান্তের পর বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়া-৪ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউব তারকা ও অভিনেতা মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। যদিও আসন দুটিতে হিরো আলম ছাড়াও আরও ২১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক 

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, নির্বাচন ও অভিনয় জগত দুটি আলাদা। আমরা যখন অভিনয় করি, তখন অভিনয় নিয়েই ব্যস্ত থাকি, আর যখন জনসেবা করি, তখন জনসেবা নিয়েই ব্যস্ত থাকি। এছাড়াও আমি জনগণকে নিয়ে কাজ করি। সবসময় জনগণের পাশে থাকতে চাই। এ কারণে জনগণ আমাকে ভোট দেবেন। কোনো আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন হিরো আলম।

metafore online

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জানুয়ারি যাচাই বাছাই এবং ১৫ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন, আগামী ১ ফেব্রুয়ারি এই দুটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য, বগুড়া-৬ আসন (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন হিরো আলম।বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় হিরো আলম লিখেছেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের আমার প্রাণপ্রিয় সম্মানিত ভোটার, সমর্থক এবং এলাকাবাসী। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং অনুরোধে বগুড়ার শুন্য ঘোষিত দুই আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি। বগুড়া-৪ আসনে ৯ জন এবং বগুড়া- ৬ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।

নির্বাচন হবে আগামী পহেলা ফেব্রুয়ারি

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (২ জানুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি। মনোনয়নপত্র কেনার পরে দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগেই জমা দিয়ে দেবো।

clipping path tech

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাই শেষে দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ব্যাপক আলোচনার মধ্য দিয়েও সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে ভোটের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

সম্পর্কিত খবর:

Share.
Leave A Reply

Exit mobile version