আপডেট :১৩ জানুয়ারি ২০২৩, ১৬: ৩০ এএম  |  অনলাইন সংস্করণ    ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

দিন কয়েক আগেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। সবাই চিন্তামুক্ত হয়েছিলেন তার সুস্থতার খবরে কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার জানা গেল ভয়াবহ মন খারাপের খবর।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে বলে নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।গণমাধ্যমটি সঞ্জয় দত্তের এক বন্ধুর বরাতে আরও জানিয়েছে, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ ধরতে হবে। দিন কয়েক আগেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত।

metafore online

সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। সবাই চিন্তামুক্ত হয়েছিলেন তার সুস্থতার খবরে। কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার জানা গেল ভয়াবহ মন খারাপের খবর। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে বলে নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটি সঞ্জয় দত্তের এক বন্ধুর বরাতে আরও জানিয়েছে, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ ধরতে হবে। সঞ্জয়ের বন্ধু বলেন, ‘ক্যান্সারের এই পর্যায়েও সঠিক চিকিৎসা করলে সেরে উঠা যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে যে সুস্থ হয়ে উঠবেন সঞ্জয়।’

অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই বিষাদের ছায়া নেমে এসেছে বলিউডে৷ অভিনেতার ভক্তরাও মন খারাপ করে সোশাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয় দত্তও। এই খারাপ সময়ে তিনি পাশে পাচ্ছেন না তার স্ত্রী-সন্তানদের। তারা করোনার কারণে বর্তমানে দুবাইয়ে আটকে আছেন।

clipping path tech

সঞ্জয়ের বন্ধু বলেন, ‘ক্যান্সারের এই পর্যায়েও সঠিক চিকিৎসা করলে সেরে উঠা যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে যে সুস্থ হয়ে উঠবেন সঞ্জয়।’ অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই বিষাদের ছায়া নেমে এসেছে বলিউডে৷ অভিনেতার ভক্তরাও মন খারাপ করে সোশাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয় দত্তও। এই খারাপ সময়ে তিনি পাশে পাচ্ছেন না তার স্ত্রী-সন্তানদের। তারা করোনার কারণে বর্তমানে দুবাইয়ে আটকে আছেন।

২০২০ সালের আগস্টে সঞ্জয় দত্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ পায়। এরপর দুই বছর পার হলেও ক্যানসারে আক্রান্ত হওয়া ও চিকিৎসা নিয়ে খুব একটা কথা বলেননি এই অভিনেতা। জানা যায়নি, ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাঁর মানসিক অবস্থার কথা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত। তিনি জানান, ক্যানাসারে আক্রান্ত হলেও শুরুতে কেমোথেরাপিই নিতে চাননি তিনি।

Buy Database Online – classy database

সঞ্জয় দত্তকে যখন জানানো হয় যে তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত, তখন তাঁর সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তাঁর স্ত্রী মান্যতা ছিলেন দুবাইতে। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে স্বভাবতই মুষড়ে পরেন অভিনেতা। কেননা, তাঁর পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে।

তাঁর মা নার্গিস দত্ত ও প্রথম স্ত্রী রিচা শর্মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মা ও স্ত্রীর চিকিৎসার সময় দেখেছিলেন, কেমোথেরাপি নেওয়ার সময় তাঁরা কতটা কষ্ট পেয়েছেন। এ জন্যই সঞ্জয় ঠিক করেছিলেন যত কষ্টই হোক, কেমোথেরাপি নেবেন না।

সম্পর্কিত খবর:

নতুন ভূমিকায় কারিনা

Share.
Leave A Reply

Exit mobile version