আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১৪: ০০ |  অনলাইন সংস্করণ  এক সন্ধ্যায় দুই নতুন নাটক

এক সন্ধ্যায় দুই নতুন নাটক

এক সন্ধ্যায় দুই নতুন নাটক

গত বছর ৭০টির বেশি নতুন নাটক মঞ্চে এসেছে। নতুন বছরে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছিলেন মঞ্চকর্মীরা। বছরের প্রথম মাসটা সে ধারণাকে জোরালো করেছে। একের পর এক নতুন নাটক আসছে। গতকাল সন্ধ্যায় এল দুটি নতুন নাটক। এক দিনে দুটি নতুন নাটক দেখার অভিজ্ঞতা বিরল।  বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল দেশ নাটক–এর নতুন প্রযোজনা ‘পারো’র উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনাও তাঁর। দেশ নাটকের ২৫তম এই প্রযোজনায় মূল চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। পোশাক পরিকল্পনায়ও আছেন তিনি। আজ বুধবার একই সময়ে হবে নাটকটির আরেকটি প্রদর্শনী।

clipping path tech

একজন নারীর সংগ্রামী জীবনের গল্প পারো। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজেরই। নাট্যকার মাসুম রেজার ভাষ্য, ‘পারো নাটকে আমি কথা বলিয়েছি পারমিতা নামের এক নারীকে দিয়ে, যার টানাপোড়েনের দুই প্রতিপক্ষ সে নিজেই। দৃশ্যমান পারমিতা এবং পারমিতার অন্তঃপুরে বাস করা প্রাচীন বিশ্বাসের পারমিতা। সবকিছু নিয়ে তাদের বিরোধ। আমার কাছে মনে হয়েছে, মানুষের অন্তর্গত প্রাচীন প্রচলিত বিশ্বাসই তাকে পেছনে টেনে ধরে, তার নিজের মুক্তির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। পারো নাটকে আমি এই বোধই তুলে ধরেছি।’

তিনি বলেন, মঞ্চে একজন কেবল অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করলে তাকে আমরা একক নাটক বলি। কিন্তু পারো সেই বিবেচনায় একক নাটক নয়, কারণ পারো তার জীবনের ঘাত-প্রতিঘাতে নানা মানুষের সামনে দাঁড়ায়। নানা মানুষের সঙ্গে সে কথা বলে, ফলে এ নাটক কেবল একজন অভিনেত্রীর নয়। পারোর চারপাশের মানুষগুলোকে আমি এক বিশেষ মঞ্চ নির্মাণের মাধ্যমে মঞ্চে মূর্ত করেছি।’   অভিনেত্রী বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় থাকেন নিউইয়র্কে।

দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন। অভিনেত্রী জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন এ নাটকের মহড়ায় অংশ নিয়েছেন। নিউইয়র্কে ফিরে যাওয়ার আগে পারোর কয়েকটি শোতে অভিনয় করবেন। তাঁর অনুপস্থিতিতে এ চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার।   নবরস–এর প্রথম নাটক  ২০১৮ সালে যাত্রা শুরু করে নৃত্য ও নাট্যদল নবরস। দলটি মঞ্চে এনেছে প্রথম প্রযোজনা। গতকাল রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় তাদের ‘ঊনপুরুষ’ নাটকটি।

অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায়, একই মিলনায়তনে।

  ঊনপুরুষ’ একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প। সমাজের নিয়মের জাঁতাকলে পিষ্ট হয়ে এক সংকটময় পথে চলতে থাকে তার অনিশ্চিত জীবনযাত্রা। তরুণ নাট্যকার অপু মেহেদীর ভাষ্য, ‘আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে। এসবের বাইরেও মানুষের পরিচয় রয়েছে।

metafore online

এ পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, কেউ আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। তাদের নিয়েই “ঊনপুরুষের গল্প”।’  নির্দেশক শামছি আরা সায়েকার মতামত, নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে, কারণ এ ধরনের গল্প নিয়ে দেশের মঞ্চে তেমন কাজ হয়নি। তিনি জানালেন, নাটকে অধিকাংশ নবীন শিল্পী। নাটকে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দিক, সৈয়দা শামছি আরা সায়েকা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ প্রমুখ।  এর আগে গত শুক্রবার মঞ্চে এসেছে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘রঙিন চরকি’। এটি শূন্যনের তৃতীয় প্রযোজনা। এটিই প্রয়াত নাট্যকার মান্নান হীরার লেখা শেষ নাটক। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাজিদুর রহমান।

সম্পর্কিত খবর:

‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকায় মমতা শঙ্কর ও স্বস্তিকা

Share.
Leave A Reply

Exit mobile version