আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ২১: ৩১ |  অনলাইন সংস্করণ    ঢাকায় মমতা শঙ্কর ও স্বস্তিকা

‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকায় মমতা শঙ্কর ও স্বস্তিকা

ঢাকায় মমতা শঙ্কর ও স্বস্তিকা

টালিগঞ্জের বিজয়ার পরে সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি।

ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস নির্মিত সিনেমাটি আজ দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।  সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তাঁরা। সিনেমা শেষে দর্শকের মুখোমুখি হবেন পরিচালক অভিজিৎ শ্রীদাস, তিনি আজ ঢাকায় আসবেন।  

metafore online

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল রাতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর; দিন চারেক আগেই এসেছেন স্বস্তিকা।  আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন।  এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।আজ যেসব সিনেমা দেখতে পারেন  জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)  বিকেল ৫টা: টোয়েন্টি টোয়েন্টি, উং কং হান, (সিঙ্গাপুর); সন্ধ্যা ৭টা: বিজয়ার পরে, অভিজিৎ শ্রীদাস (ভারত)।  জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)  সকাল ১০টা ৩০ মিনিট: আ হাউস নিয়ার দ্য সান, মরিয়ম সামাদি (জার্মানি)।

  বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)  বিকেল ৫টা: সাবিত্রী, প্রান্ত প্রসাদ (বাংলাদেশ)। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন)  সকাল ১০টা ৩০ মিনিট: মাহরুখ’স ডল, মোজতবা জারে ও মরিয়ম জাভাহেরি (ইরান); বিকেল ৫টা: দ্বৈরথ, মৃত্তিকা রাশেদ (বাংলাদেশ)।  বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন, ষষ্ঠ তলা)  বেলা ১টা: স্প্রেয়িং, আলী ইয়াভার (ইরান)।

  আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি  বেলা ২টা ৩০ মিনিট: মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাড, অ্যাঞ্জেলস রালিস (বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস)।টালিগঞ্জের ‘বিজয়ার পরে’ সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস নির্মিত সিনেমাটি আজ দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।   সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তারা। সিনেমা শেষে দর্শকের মুখোমুখি হবেন পরিচালক অভিজিৎ শ্রীদাস| তিনি আজ ঢাকায় আসবেন।  

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল রাতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর; দিন চারেক আগেই এসেছেন স্বস্তিকা।   আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন। এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।কলকাতার প্রেক্ষাগৃহতে এখন চলছে ‘বিজয়ার পরে’। অভিজিৎ শ্রী দাস পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ জানুয়ারি।

clipping path tech

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে স্থান পেয়েছে ‘বিজয়ার পরে’।

  আজ রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে রয়েছে এ সিনেমার প্রদর্শনী। ঢাকার দর্শকদের সঙ্গে নিজের সিনেমা দেখতে ও সিনেমাটি নিয়ে কথা বলতে কয়েক দিন আগেই বাংলাদেশে এসেছেন স্বস্তিকা মুখার্জি। গতকাল ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ।    ঢাকায় এ কদিন নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা। দর্শনীয় স্থানগুলোতে যাচ্ছেন, পছন্দের খাবার খাচ্ছেন। গতকাল তিনি গিয়েছিলেন মাওয়া ঘাটে, ইচ্ছে ছিল পদ্মা নদী দেখার। মাওয়া ঘাট থেকে একটি ভিডিও বার্তা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিজয়ার পরে সিনেমার প্রদর্শনী দেখার।   স্বস্তিকা বলেন, ‘ঢাকায় এসেছি চার দিন হলো। বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে এসেছি।

অনেকক্ষণ সময় লাগল। অনেক ট্রাফিকে আটকে ছিলাম, আর ভাবছিলাম সূর্য ডোবার আগে যেন পৌঁছাতে পারি, তাহলে পদ্মা নদীটা দেখতে পারব। বুধবার জাতীয় জাদুঘরে বিজয়ার পরে সিনেমার স্ক্রিনিং আছে। সবার জন্য উন্মুক্ত। মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ এসে পৌঁছেছেন। প্রদর্শনীতে আমরা থাকব। সবাই আসবেন, তাহলে সবার সঙ্গে বসে সিনেমাটি দেখতে পারব। আমার খুবই ভালো লাগবে, কারণ আমি বহু বছর পর ঢাকায় এসেছি।’    আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন।

সম্পর্কিত খবর:

কীভাবে ৭০ কেজি ওজন কমালেন, জানালেন সুমন

Share.
Leave A Reply

Exit mobile version