আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ |  অনলাইন সংস্করণ  থাইল্যান্ডে সুরো কৃষ্ণ চাকমার চমক

থাইল্যান্ডে সুরো কৃষ্ণ চাকমার চমক

থাইল্যান্ডে সুরো কৃষ্ণ চাকমার চমক

 চমক দেখিয়েছেন বাংলাদেশের পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা।

ব্যাংককে পেশাদার বক্সিংয়ে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বক্সারদের একজন সর্নরামকে সোপাকুলকে রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই দেননি তিনি।    দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে টানা সপ্তম ম্যাচ জিতে চমক দেখিয়েছেন সুরো কৃষ্ণ। প্রথম রাউন্ডে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই শেষ হয়েছে ম্যাচ! সুরো কৃষ্ণের এক পাঞ্চেই নকআউট হয়ে যান থাই বক্সার। আর খেলার মতো অবস্থাই ছিল না।   সুরো কৃষ্ণের পরের ম্যাচ রয়েছে ফেব্রুয়ারিতে।

metafore online

ঢাকার রিংয়ে প্রতিদ্বন্দ্বী থাকছেন ভারতের এক বক্সার। সেখানেও আশাবাদী রাঙামাটি থেকে উঠে আসা বক্সার।বাংলাদেশে টানা চারটি পেশাদার লড়াই জেতা সুরো কৃষ্ণ চাকমা এবার থাইল্যান্ড জয় করলেন। আজ ব্যাংককে হাইল্যান্ড প্রমোশনসের ‘রোয়ার অব দ্য ড্রাগন’ ইভেন্টে স্বাগতিক বক্সার সর্নরাম সোপাকুলকে নকআউট করেছেন তিনি। লাইট ওয়েটে ৬ রাউন্ডের লড়াইয়ে সুরকৃষ্ণ দ্বিতীয় রাউন্ডেই নক আউট করেছেন সোপাকুলকে। সব মিলিয়ে পেশাদার বক্সিংয়ে সুরো কৃষ্ণের একটি সপ্তম জয়।    ২০১৮ সালে বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার হিসেবে ভারতে দুটি লড়াই জেতেন সুরো কৃষ্ণ।

এর ক্যারিয়ারে দীর্ঘ বিরতি পরে তাঁর। নতুন করে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন গঠিত হলে ‘এক্সেল প্রমোশনস’ এর হয়ে ২০১৯ থেকে ২০১২১ সালের মধ্যে ঢাকায় চারটি লড়াই জেতেন।

যেখানে বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডের তিন বক্সারকে হারিয়েছিলেন তিনি।   সেই ২০১৮ এর পর এবারই প্রথম দেশের বাইরে গিয়ে আবার পেশাদার লড়াই জেতা হলো তাঁর।  এই জয়ের পর থাইল্যান্ড থেকে সুরো কৃষ্ণ জানিয়েছেন, ‘আরও বেশ কিছু লড়াই জিতে পেশাদার বক্সিংয়ে নিজের র‌্যাংকিংটাকে এগিয়ে আনাই মূল লক্ষ্য।

তাহলে আরও সব হাইপ্রোফাইল ফাইট আমি করতে পারব।’ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডে চমক দেখিয়েছেন বাংলাদেশের পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ব্যাংককে পেশাদার বক্সিংয়ে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বক্সারদের একজন সর্নরামকে সোপাকুলকে রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই দেননি তিনি।   দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে টানা সপ্তম ম্যাচ জিতে চমক দেখিয়েছেন সুরো কৃষ্ণ। প্রথম রাউন্ডে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই শেষ হয়েছে ম্যাচ! সুরো কৃষ্ণের এক পাঞ্চেই নকআউট হয়ে যান থাই বক্সার। আর খেলার মতো অবস্থাই ছিল না।  

সুরো কৃষ্ণের পরের ম্যাচ রয়েছে ফেব্রুয়ারিতে। ঢাকার রিংয়ে প্রতিদ্বন্দ্বী থাকছেন ভারতের এক বক্সার। সেখানেও আশাবাদী রাঙামাটি থেকে উঠে আসা বক্সার।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পেশাদার বক্সিং টুর্নামেন্টে স্বাগতিক এক বক্সারকে হারিয়ে চমক দিয়েছেন বাংলাদেশের প্রো-বক্সার সুরো কৃষ্ণ চাকমা। বৃহস্পতিবার থাই বক্সার সর্নরাম সোপাকুলকের বিপক্ষে খেলতে নেমেছিলেন সুরো কৃষ্ণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে অসাধারণ খেলে জয় পেয়েছেন তিনি। পেশাদার বক্সিং ক্যারিয়ারে এ নিয়ে টানা সপ্তম ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছেন সুরো কৃষ্ণ।

  দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই ম্যাচ শেষ করেন সুরো কৃষ্ণ। তার এক পাঞ্চেই নক আউট হতে হয় সোপাকুলকেকে। ম্যাচ জয়ের পর সুরো কৃষ্ণ বলেন, ‘থাই বক্সারকে এভাবে সহজেই হারাতে পারবো ভাবিনি। বক্সিংয়ে আগে থেকে কিছু বলা কঠিন। ৬ রাউন্ডের খেলায় দ্বিতীয় রাউন্ডেই জিতে যাবো, এতটা চিন্তা করিনি। অনেক ভালো লাগছে।

দেশের বাইরে জয় পাওয়াটা অনেক সুখের।’ সুরো কৃষ্ণের পরের ম্যাচ খেলবেন ফেব্রুয়ারিতে। ঢাকায় সেই ম্যাচে তার প্রতিপক্ষ হবেন ভারতের এক বক্সার।

থাইল্যান্ডে চমক দেখিয়েছেন বাংলাদেশের পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ব্যাংককে পেশাদার বক্সিংয়ে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বক্সারদের একজন সর্নরামকে সোপাকুলকে রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই দেননি তিনি।   দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে টানা সপ্তম ম্যাচ জিতে চমক দেখিয়েছেন সুরো কৃষ্ণ। প্রথম রাউন্ডে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই শেষ হয়েছে ম্যাচ! সুরো কৃষ্ণের এক পাঞ্চেই নকআউট হয়ে যান থাই বক্সার। আর খেলার মতো অবস্থাই ছিল না।

clipping path tech
সুরো কৃষ্ণের পরের ম্যাচ রয়েছে ফেব্রুয়ারিতে। ঢাকার রিংয়ে প্রতিদ্বন্দ্বী থাকছেন ভারতের এক বক্সার। সেখানেও আশাবাদী রাঙামাটি থেকে উঠে আসা বক্সার।   উল্লেখ্য, সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। তিনি বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার। তিনি ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। এছাড়া ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। প্রতিনিধিত্ব করেছেন ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে। রিও অলিম্পিক থেকে স্কলারশিপও পেয়েছেন তিনি।

সম্পর্কিত খবর:

জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ দেখাল ওয়েস্ট ইন্ডিজ

Share.
Leave A Reply

Exit mobile version