আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ |  অনলাইন সংস্করণ  জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ 

জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ দেখাল ওয়েস্ট ইন্ডিজ

জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ 

প্রথম সেশন না যেতেই হারাতে হয় পাঁচ উইকেট। কিন্তু এরপর জশুয়া দা সিলভা ও কাভেম হজের ব্যাটে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।   দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি তারা। দিনশেষে খুব একটা শক্ত অবস্থানে না পৌঁছালেও ইঙ্গিত দেয় লড়াইয়ের। 

দিবা-রাত্রির ম্যাচের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে কারিবিয়ানরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে সফরকারী দল। ৬৩ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর মধ্যে মিচেল স্টার্কের একার শিকার তিনটি। আলিক আথানেজকে তুলে নিয়ে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

clipping path tech

  এরপর এখান থেকে সিলভা ও হজের ১৪৯ রানের জুটি। অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা চুড়ান্ত রূপ নেওয়ার পর এই জুটি ভাঙেন নাথান লায়ন। সিলভাকে এই অফ স্পিনার ফেরান ৭৯ রানে। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি হজও। স্টার্কের শিকার হয়ে তিনি ফিরেছেন ৭১ রানে।   অষ্টম উইকেটে আবার কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফের প্রতিরোধ। দুজনের জুটি থেকে আসে ৪১ রান। জোসেফকে ৩২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন হ্যাজেলউড। তাঁর উইকেটের পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার।

আগামীকাল ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করবেন সিনক্লেয়ার।   স্টার্কের চারটি ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড দুটি, কামিন্স ও লায়নের শিকার একটি করে উইকেট।   এদিকে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। মেয়েদের টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলকে হারের তেতো স্বাদ দিল ভারতের নারী দল।

মুম্বাইয়ের ম্যাচে হারমান প্রীত কাউরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে।

কয়েকদিন আগে রানে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।   মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার আরেক সোনালী কাব্য রচনা করে প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল তারা।  ১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল।

metafore online

তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া।   দু’বার সিরিজ় ড্র হয়েছিল। ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। ৪৬ বছর পরে অস্ট্রেলিয়াকে কোনও টেস্টে হারাল তারা।  টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা।   মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মহিলা দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা। 

৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। অন্যদিকে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ।  ইতিহাস গড়া জয়ে উচ্ছাসের প্লাবনে ভাসছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ে অবিস্মরণীয় জয়ের পর পুজা বস্ত্রকর বলছিলেন,‘ খুব খুব খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। ইতিহাসি রচিত হলো।’ ক্রিকইনফো, আনন্দবাজার

সম্পর্কিত খবর:

বিপিএলে উৎসবের রং লাগার অপেক্ষা সিলেটে

Share.
Leave A Reply

Exit mobile version