আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ২৩:৫০ এএম  |  অনলাইন সংস্করণ শুভশ্রীর ছোট্ট যুভান

শুভশ্রীর কোলে পাঞ্জাবিতে পরিপাটি ছোট্ট যুভান

শুভশ্রীর ছোট্ট যুভান

মা হওয়ার পর এই প্রথম পূজা উদযাপন করছেন শুভশ্রী।

মা হিসেবে পূজা নিয়ে উত্তেজনাও বেশি। তাই ছোট্ট ছেলে যুভানকে পরিপাটি করে সাজিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের একগুচ্ছ মিষ্টি ছবি দিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অষ্টমী উপলক্ষে ছেলে যুভানকে সাধা ধুতি ও পাঞ্জাবি পরিয়েছিলেন শুভশ্রী। ধুতি-পাঞ্জাবি পরে সাজগোজ করলেও মা শুভশ্রীর কোলে ঘুমিয়ে ছিল ছোট্ট যুভান। ছবিগুলো শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাষ্টমী। দুঃখিত আমার খুব ঘুম পাচ্ছে আজ।’

শুভশ্রী ও ইউভানের এই মিষ্টি ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়। এই ছবি দেখে টলিপাড়ার তারকারাও উচ্ছ্বসিত। অভিনেত্রী পার্নো মিত্র কমেন্টে লিখেছেন, আবার লকডাউনেই সুখবর দিয়েছিলেন শুভশ্রী ও রাজ। এছাড়াও রুদ্রনীল ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরী, আকৃতি কাক্কার, ঐন্দ্রিলা সেনসহ আরও অনেকে এই ছবি দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন শুভশ্রী ও ইউভানকে।

metafore online

লকডাউনের মধ্যেই সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন তাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এরপর থেকেই শুভশ্রীর মাতৃত্বের বহু মুহূর্ত ধরা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুভানের জন্ম হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সুখবর দেন রাজ। ইউভানকে নিয়ে বেশকিছু ভিডিও পোস্টও করেছিলেন তিনি। সেইগুলো মুহূর্তে ভাইরালও হয়।

সকাল সকাল উঠে সবাইকে শুভ অষ্টমী জানানো। ধুতি-পাঞ্জাবিতে সেজে মা-বাবার কোলে মাসির বাড়ির দুর্গা পুজোয়।

সেখানে দাদু, মাসি, মেসো, দিম্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সবার কোলে চেপে ফটো সেশন। ছোট্ট শরীর এত ধকল নিতে পারে? ক্লান্তি কাটাতে তাই অসময়েই পাওয়ার ন্যাপ রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের! স্টার কিড বলে কথা! তাতেও কি রেহাই আছে? ঘুমন্ত অবস্থাতেই খচাখচ ফটো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। দুধ সাদা ধুতি আর বেনিয়ান স্টাইল পাঞ্জাবিতে কালো সুতোর কাজ। মা-বাবার মতো ইউভানও এখন থেকেই রীতিমতো ফ্যাশানিস্ত। মহা অষ্টমী ছেলেকে নিয়ে কেমন কাটল ‘রাজশ্রী’র? ছবি শেয়ার করে ক্যাপশনে রাজ জানিয়েছেন, পুজো থেকে দূরে থাকতে আর ভাল লাগছিল না। তাই সমস্ত সতর্কতা মেনেই শুভশ্রীর দিদির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সপরিবারে। সেখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো হয়। ওখানেই তাঁরা অঞ্জলি দিয়েছেন। সারা দিন কাটিয়েছেন।

খিচুড়ি, তরকারি, ভাজা দিয়ে সাজানো ভোগের থালিও মিস করেননি।আরও পড়ুন: উৎসবের সময়ে কোন খাবার মিস করছেন হবু মা অনুষ্কা? রাজ সেজেছিলেন সাদা পাঞ্জাবি-ধুতিতে। শুভশ্রী উজ্জ্বল সাদা সালোয়ার, পিচ রঙা দোপাট্টায়।মা-বাবার কোলে চেপে মাসির বাড়ি পৌঁছলেও বাকি সময় বেশির ভাগই ইউভানের কেটেছে দাদু, মাসি, দিম্মার কোলে। ছেলের চোখে ঘুম নামতেই সঙ্গে সঙ্গে কোল বদল। পাওয়ার ন্যাপে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য ছেলে কোলে ঠায় পুজো দালানেই বসেছিলেন রাজ!

পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি, আঁচড়ানো চুল। পাঞ্জাবির হাতা এবং ধুতির কোঁচে নীল রঙের সুতোর ডিজাইন। এমন সাজে মা-বাবার কোলে মাসির বাড়ির দুর্গাপুজোয় সবার সঙ্গে সাক্ষাৎ।

পুজোর সকালে টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রীর খুদে রাজের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। ছোট্ট ইউভানকে দেখে শুভেচ্ছা বার্তা দিয়েছেন নুসরত জাহান, কৌশানিসহ টলিউডের অন্যান্য তারকারাও।

clipping path tech

এ বছর ইউভানের প্রথম পুজো। তাই বাবা-মা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে ভীষণ স্পেশাল বছরটি। এমন মহামারি না থাকলে হয়তো বাবা-মায়ের কোলে চেপে ছোট ইউভান কলকাতা শহরের পুজোর আমেজ দেখতে যেত। কিন্তু বাসা থেকে বের হতে না পারলেও থেমে থাকেনি ছোট ইউভান সাজুগুজু। তাই অষ্টমী সকালে স্নান করে পরিপাটি করে চুল আঁচড়ে একেবার ধুতি-পাঞ্জাবি পরে সে তৈরি।

সকালের নরম রোদ গায়ে মেখে মা শুভশ্রীর কোলে শুয়ে ছবি তুলেছে ইউভান। মহাঅষ্টমী ছেলেকে নিয়ে কেমন কাটল ‘রাজশ্রী’র? ছবি শেয়ার করে ক্যাপশনে রাজ জানিয়েছেন, পুজো থেকে দূরে থাকতে আর ভালো লাগছিল না। তাই সব সতর্কতা মেনেই শুভশ্রীর দিদির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সপরিবারে। সেখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপূজা হয়। ওখানেই তারা অঞ্জলি দিয়েছেন।

সারা দিন কাটিয়েছেন। খিচুড়ি, তরকারি, ভাজা দিয়ে সাজানো ভোগের থালিও মিস করেননি। জানা গেছে, রাজও সেজেছিলেন সাদা পাঞ্জাবি-ধুতিতে। শুভশ্রী উজ্জ্বল সাদা সালোয়ার, পিচ রঙা দোপাট্টায়। মা-বাবার কোলে চেপে মাসির বাড়ি পৌঁছলেও বাকি সময় বেশির ভাগই ইউভানের কেটেছে দাদু, মাসি, দিম্মার কোলে। ছেলের চোখে ঘুম নামতেই সঙ্গে সঙ্গে কোলবদল। পাওয়ার ন্যাপে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য ছেলে কোলে ঠায় পুজো দালানেই বসেছিলেন রাজ!

সম্পর্কিত খবর:

এখনও অতি সংকটজনক অবস্থাতে সৌমিত্র

 

Share.
Leave A Reply

Exit mobile version