আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম  |  অনলাইন সংস্করণ  সুন্দরী বউ আপনাদের বোন

আমার সুন্দরী বউ আপনাদের বোন

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। গতকাল শনিবার তারা হাজির হয়েছিলেন যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তি উদযাপনে। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অনন্ত মন্তব্য করেন, ‘আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’ এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে।

আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেছিলেন অনন্ত-বর্ষা। কিছুটা স্মৃতিকাতরও হন তারা। কেননা ২০১৩ সালে এই দম্পতির ‘নিঃস্বার্থ ভালবাসা’ সিনেমা দিয়েই যাত্রা শুরু হয় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস’র। অনন্ত বলেন, ‘আজকে (শনিবার) ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে “নিঃস্বার্থ ভালোবাসা” দিয়ে ব্লকবাস্টার ওপেনিং হয়।

এত বড় একটা কোম্পানি, ছবির জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই ছবি রিলিজ করি তখনই ব্লকবাস্টার আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।’ তিনি আরও বলেন, ‘সবসময় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই জন্য যখনই উনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই। এটা লুক লাইক এ গিভ অ্যান্ড টেইক পলিসি।

metafore online

আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন।’ অনুষ্ঠানে বর্ষা বলেন, ‘ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো

আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব।’ ১০ বছর পূর্তিতে অনন্ত-বর্ষার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন শোবিজের একঝাঁক তারকা। ছিলেন অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ অনেকে।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তি উদযাপন করা হয় শনিবার (৯ সেপ্টেম্বর)। সেখানে ঢালিউড তারকা দম্পতি অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা উপস্থিত ছিলেন। ব্লকবাস্টার সিনেমাস নিয়ে কথা বলেন অনন্ত। একপর্যায়ে তিনি মন্তব্য করেন- ‘আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’ অনন্ত জলিল বলেন, ‘আজ ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ওপেনিং হয়েছিল এটি। সিনেমার জন্য তাদের সাতটি স্ক্রিন রয়েছে। আমরা যখনই সিনেমা মুক্তি দেই তখনই এটা আমাদের কাছে একটা ভাইটাল পয়েন্ট।’ তিনি আরও বলেন, ‘এ কারণে যখনই তারা (কর্তৃপক্ষ) কোনো আয়োজন করে তখনই আমাদের ডাকেন, আমরাও তাদের ডাকে সাড়া দেই। আবার উনারাও আমাদের ডাকে সাড়া দেন। আমরাও তাদের ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসেন।’

অনন্ত বলেন, ‘আগামীতে যতদিন আমরা সিনেমা করব, ততদিন এই ব্লকবাস্টারের নিঃস্বার্থ ভালোবাসা পাব এবং তাদেরও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে স্ত্রী বর্ষাকে উদ্দেশ করে অনন্ত বলেন, এবার আমার সুন্দরী বউ কথা বলবেন…। তারপর একটু থেমে এই অভিনেতা আবার বলেন, ‘আমার সুন্দরী বউ আপনাদের বোন। চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘প্রতিষ্ঠানটির ১০ বছর হলো। আমরা শুরু থেকেই তাদের পাশে ছিলাম। এখনো আছি, আগামীতেও থাকব। আমি মন থেকে চাই—দেশের বিভিন্ন জায়গায় ব্লকবাস্টার ছড়িয়ে পড়ুক।’

ব্লকবাস্টারের এক দশক পূর্তি অনুষ্ঠানে অনন্ত জলিল-বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরীমনি, চিত্রনায়ক ইমন, সিয়াম আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে।সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অনন্ত মন্তব্য করেন, ‘আমার সুন্দরী বউ, আপনাদের বোন’

clipping path tech

এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন। ’ অনুষ্ঠানে কিছুটা স্মৃতিকাতরও হন অনন্ত-বর্ষা। কেননা ২০১৩ সালে এই দম্পতির ‘নিঃস্বার্থ ভালবাসা’ সিনেমা দিয়েই যাত্রা শুরু হয় ব্লকবাস্টার সিনেমাসের। অনন্ত বলেন, আজ ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালবাসা’ দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।

তিনি আরও বলেন, এই জন্য যখনই উনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই। আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন। ’ অনুষ্ঠানে বর্ষা বলেন, প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্ণ হলো। আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব। অনন্ত-বর্ষার পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ অনেকে।

সম্পর্কিত খবর

ট্রাম্প আপিল আদালতকে ফেডারেল নির্বাচনের বিদ্রোহের মামলায় গ্যাগ অর্ডার থামাতে বলেছেন

 
Share.

Comments are closed.

Exit mobile version