আপডেট:২৪ জুন ২০২০, ১৩:৫৯ | অনলাইন সংস্করণ সুশান্তের মৃত্যুর তদন্ত

সুশান্তের মৃত্যুর তদন্ত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। এবার এই দাবি জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সুশান্তের মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস দেন তিনি। রূপা দাবি তুলেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক।’ সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ এত তাড়াহুড়ো করছে কেন বলেও প্রশ্ন তোলেন রূপা। এ ছাড়া সুশান্তের মৃতদেহের পাশ থেকে কোনো সুইসাইড মেলেনি, এটি আত্মহত্যা, তা কীভাবে জানল পুলিশ এমন প্রশ্নও তোলেন রূপা। রূপা ছাড়াও বিজেপির মনোজ তিওয়ারিও সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি করেন। বিজেপির পাশাপাশি বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন।

Buy Database Online – classy database

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী, বন্ধু রোহিনী আইয়ার, সিদ্ধার্থ পিটানিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মডেল-অভিনেত্রী সুজানা জাফর বুটিকের ব্যবসা শুরুর সময়ই জানিয়েছিলেন বছরে দু-একটির বেশি কাজ করবেন না।  সুশান্তের মৃত্যুর তদন্ত

সেই সূত্র ধরেই গত দুই বছরে মাত্র একটি নাটক ও মিউজিক ভিডিও করেছেন। এবার পুরোপুরিই মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজানা। করোনায় জীবন সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছেন বলে জানান তিনি, ‘করোনা না এলে সত্যিকারের জীবন সম্পর্কে হয়তো জানাই হতো না। গত চার মাসে ইসলামকে গভীরভাবে উপলব্ধি করেছি। জেনেছি, এটাই আসল জীবন। তাই সিদ্ধান্ত নিয়েছি মিডিয়ায় আর কাজ করব না। আমার পরিবারও চায় না এখানে কাজ করি। এখন থেকে বুটিক আর ধর্মকর্ম নিয়েই থাকতে চাই।

clipping path tech

সমাজের কিছু অবহেলিত মানুষের দায়িত্ব নিয়েছি। সমাজসেবামূলক কয়েকটি সংগঠনের সঙ্গেও আছি। সেগুলোতেও সময় দিতে চাই। ভক্তদের ভালোবাসায় হয়তো সেলিব্রিটি হয়েছি। কিন্তু সব সময় সাধারণ মানুষ হয়ে থাকতে চেয়েছি। ভক্তরা যে ভালোবাসা দিয়েছেন সেটা মাথায় নিয়েই বাকি জীবন পার করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’ উল্লেখ্য, সুজানা এখন দুবাইয়ে স্বজনদের সঙ্গে রয়েছেন।

সাময়িক সময়ের জন্য গেলেও সেখানে লকডাউনের কারনে আটকা পড়েন। দুবাই থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সহযোগিতা করেছেন আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরও। ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর। ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী

সুশান্তের মৃত্যুর তদন্ত জট ক্রমেই জটিল হচ্ছে। আপতত এই মামলার দুটি পৃথক তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ এবং পাটনা পুলিশ। একদিকে যেমন সুশান্তের মৃত্যুর ৪৯ দিন পরেও এই মামলা নিয়ে কোনও এফআইআর দায়ের করেনি মুম্বই পুলিশ,তেমনই পাটনা পুলিশের কাছে সুশান্তের বাবার দায়ের করা এফআইআর থাকলেও প্রশ্ন উঠছে তাঁদের জুরিসডিকশন নিয়ে। এর মাঝে ক্রমেই জোরালো হচ্ছে এই মামলায় সিবিআই তদন্তের দাবি।

metafore online

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শনিবার রাতে পরিষ্কার জানিয়েছেন সুশান্তের বাবা যদি সিবিআই তদন্ত চান, তাহলে সিবিআইকে মামলা দিয়ে দেওয়া হবে বলে। শুরু থেকেই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের লাগাদার দাবি জানাচ্ছেন প্রয়াত অভিনেতার ভক্তরা। টুইটারে প্রতিদিন কয়েক লক্ষ টুইট হচ্ছে এই দাবি জানিয়ে। অথচ নিজেদের অবস্থানে অনড় মহারাষ্ট্র সরকার।

কোনওভাবেই এই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দিতে রাজি নয় উদ্ধব ঠাকরে সরকার। তিনি আগেই জানিয়েছেন মুম্বই পুলিশ এই মামলার তদন্ত করতে সক্ষম। রবিবার টুইটারে প্রকাশ্যে এই মামলার সিবিআই তদন্তের দাবির কঠোর সমালোচনা করলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ। তিনি লেখেন, ‘মুম্বই পুলিশ আপতত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে,যা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

যদিও বিহার পুলিশ এই মামলার এফআইআর দায়ের করে থাকে তাহলেও সিআরপিসির ১২ এবং ১৩ নম্বর নিয়মানুসারে এই মামলার তদন্তের দায়িত্ব অপরাধমূলক ঘটনাটি ঘটবার নির্দিষ্ট জুরিসডিকশনের পুলিশ এবং আদালতের। আমি নিন্দা করছি সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবির। এই মামলাটিকে এখন রাজনৈতিক ফায়দা তোলবার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে।অত্যন্ত পেশাদারভাবে মুম্বই পুলিশ এই মামলার তদন্ত করছে এবং সত্য উন্মোচনের জন্য সবরকম চেষ্টা তাঁদের তরফে করা হচ্ছে’।

সম্পর্কিত খবর:

Share.
Leave A Reply

Exit mobile version