আপডেট: ২০ টা ৩ মিনিট, ৮ জুন ২০২০ |  অনলাইন সংস্করণ বাগদান সারলেন নুসরাত ফারিয়া

বাগদান সারলেন নুসরাত ফারিয়া

অনেক আগে থেকেই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। এরই মধ্যে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। নুসরাত ফারিয়া নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের খবরটি জানিয়েছেন। তিনি হবু বরের সঙ্গে তোলা আংটিসহ হাতের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন, আলহামদুলিল্লাহ্‌।

Buy Database Online – classy database

সর্বশক্তিমান আল্লাহর রহমতে বন্ধুদের ও পরিবারের সমর্থন এবং দোয়া নিয়ে আমাদের ৭ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে গত মার্চে। আমরা এখন একত্রিত। ফারিয়া জানান, তার হবু বর রনি রিয়াদ রশিদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন। দুই পরিবারের মতামতে গত মার্চ মাসে তাদের আংটি বদল হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক হয়নি।

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত মার্চে। বর্তমানে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ সিনেমার কাজ তার হাতে রয়েছে নোবেলের ‘মৌলিক’ গানে ২৪ হাজার লাইক, ১ লাখ ৯০ হাজার ডিজলাইক! কলকাতার রিয়েলিটি শো সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসা নোবেল দীর্ঘ সময় পর তার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন। রবিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘তামাশা’ শিরোনামের গানটি।

clipping path tech

আজ সোমবার পর্যন্ত গানটি ভিউ হয়েছে ৭ লাখ ৪৫ হাজারেরও বেশি বার। তবে শ্রোতা-দর্শকদের বেশিরভাগই নোবেলের প্রথম মৌলিক গানটি গ্রহণ করেননি বলে মত প্রকাশ করেছেন। গানটিতে ২০ হাজার লাইকের বিপরীতে পড়েছে ১ লাখ ৯০ হাজার ডিজলাইক! গানের প্রচারণায় অংশ নিয়ে নোবেল বলেছিলেন, তিনি সঙ্গীতের লেজেন্ডদের (কিংবদন্তী) শেখাবেন কীভাবে গান করতে হয়। এবার নোবেলের প্রথম মৌলিক গান শোনার পর এক শ্রোতা মন্তব্য করেছেন, নোবেলকে জাতীয় পাগল ঘোষণা করা হোক।]

দীর্ঘ সাত বছর গোপনে প্রেমের পর অবশেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া গত মার্চে বাগদান সেরেছেন। সোমবার (৮ জুন) ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, ইফতেখার আলমের সঙ্গে গত ১ মার্চ আংটি বদল করেছেন। আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো।

metafore online

অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’এ জন্য পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সঙ্কট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো।’

তবে হবু বর সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে নারাজ এ নায়িকা।২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি।একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি “শাহেনশাহ”। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

Share.
Leave A Reply

Exit mobile version