আপডেট ২২ জুন ২০২১, ১০:১৩এএম |  অনলাইন সংস্করণ  শিগগিরই সুখবর 

শিগগিরই সুখবর দেবেন শবনম ফারিয়া

শিগগিরই সুখবর 

অভিনেত্রী শবনম ফারিয়া শিগগিরই কোনো সুসংবাদ দিতে যাচ্ছেন। তবে সেই সুখবর কী? তা তিনি প্রকাশ করতে চাননি।

ফারিয়া গণমাধ্যমকে বলেছেন, দ্রুতই নতুন একটি ‘সুখবর’ দেব। সুখবরটি কী? জানতে চাইলে তিনি বলেন, এখনই নয়; কিছু দিন ধৈর্য ধরুণ। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাব।

দেশের একটি ই-কমার্স প্ল্যাটফরমের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফারিয়া সম্প্রতি নতুন নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারিয়া ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেন। সবশেষ তিনি অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন।

অভিনেত্রী শবনম ফারিয়া শিগগিরই কোনো সুসংবাদ দিতে যাচ্ছেন। তবে সেই সুখবর কী? তা তিনি প্রকাশ করতে চাননি। ফারিয়া গণমাধ্যমকে বলেছেন, দ্রুতই নতুন একটি ‘সুখবর’ দেব। সুখবরটি কী? জানতে চাইলে তিনি বলেন, এখনই নয়; কিছু দিন ধৈর্য ধরুণ। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাব। দেশের একটি ই-কমার্স প্ল্যাটফরমের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফারিয়া সম্প্রতি নতুন নাটকে অভিনয় করেছেন।

clipping path tech

নাটকটির নাম ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারিয়া ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেন। সবশেষ তিনি অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন।দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর সম্প্রতি নতুন নাটকে অভিনয় করলেন শবনম ফারিয়া। কাজটির সম্পর্কে ফারিয়া বলেন, শিগগিরই সুখবর জানাবেন তিনি। কী সুখবর ফারিয়া বলেন, এখনই নয়। কিছুদিন ধৈর্য্য ধরুন। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাবো। ফারিয়া সম্প্রতি যে নাটকটির শুটিং করলেন তার নাম ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ফারিয়া জানালেন, ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন শাজাহান সৌরভ। এতে আরো অভিনয় করেছেন, মিলি বাশার, রায়হান রোমিও প্রমুখ। চাকরির পাশাপাশি অভিনয় করছেন কিভাবে জানতে চাইলে শবনব ফারিয়া বলেন, আমি আগেই বলেছি চাকরি অভিনয় দুটোই চলবে। আশা করি কোনোটিরই কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। টিভি নাটকে দীর্ঘদিনের ক্যারিয়ার ফারিয়ার।

তবে ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

দর্শকপ্রিয় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া। সর্বশেষ শবনম ফারিয়া অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন। শবনম ফারিয়াকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা-সমালোচনা থাকলেও দীর্ঘদিন কোনো কাজের খবরে নেই তিনি। বিশেষ করে সংসার ভাঙার পর অনেকটা আড়ালেই ছিলেন এই তারকা। অনেক দিন বিরতির পর এবার তিনি দিলেন নতুন এক কাজের খবর। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে তার নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’।

গতকাল ফারিয়া তার ফেসবুক পেজে এ খবর জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ সকাল। এতদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, কেন আমি দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত। তাদের জানাচ্ছি, ৩১ ডিসেম্বর নতুন প্রজেক্ট ‘মোবারকনামা’ আসছে হইচইয়ে।’ অনেক দিন পর প্রিয় অভিনেত্রীর ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারিয়ার ভক্তরা। বিশেষ এই কাজের জন্য তারা অভিনন্দন জানিয়েছেন ফারিয়াকে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

clipping path tech
এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ। সিরিজে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

ইতোমধ্যে সিরিজটির প্রমো প্রকাশ করেছে হইচই, যেখানে সাবলীল ভঙ্গিমায় মোশাররফ করিমকে বলতে দেখা গেছে, ‘আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে।

’ফারিয়া বলেন, ‘সিরিজে আমি অভিনয় করেছি। আমার অংশের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়, তার মধ্যে বড় একটি অংশের শুটিং হয়েছে পুরান ঢাকায়।’ তিনি আরও বলেন, ‘এই প্রথম হইচইয়ের মাধ্যমে আমার কাজ সরাসরি ওপার বাংলায় মুক্তি পাচ্ছে। তবে বিষয়টি নিয়ে তেমন উচ্ছ্বাস কাজ করছে না আমার ভেতরে। কারণ এখন ইউটিউবের কল্যাণেই ওপার বাংলার দর্শকরা আমাদের সবার কাজ দেখেন। সেই জায়গা থেকে আমাকে তারা চিনবেন সেটাই স্বাভাবিক। আমার বিশ্বাস, তারা ভালোভাবেই আমার কাজটি গ্রহণ করবেন। বাকিটা ‘মোবারকনামা’ মুক্তির পর বলতে পারব।’

ছোট পর্দার আলোচিত তারকা শবনম ফারিয়া। নাটক, টেলিছবি বা চলচ্চিত্রে কাজ কম করলেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। আলোচনার প্রদীপে প্রায়ই আগুন জ্বালেন তিনি নিজেই। বিভিন্ন সময় নানান মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস পোস্ট করে ভাইরাল হন এই অভিনয়শিল্পী। ব্যক্তিজীবন, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে হরহামেশাই বলে ফেলেন মনের অগোচরে জমে থাকা কথা। কোনো রকম রাখঢাকের ধার ধারেন না তিনি। মিডিয়ায় ঠোঁটকাটা মানুষ হিসেবেই পরিচিত ফারিয়া। এর প্রমাণ ইতোপূর্বে বহুবার দিয়েছেন তিনি। উল্লেখ্য, ফারিয়া ও মোশাররফদের সিরিজ ‘মোবারকনামা’য় থাকবে আটটি পর্ব। আগামী ২১ ডিসেম্বর থেকে এটি হইচইয়ে দেখা যাবে।

সম্পর্কিত খবর:

পরীমনির মামলায় এখনও কেউ গ্রেফতার হননি!

Share.
Leave A Reply

Exit mobile version