আপডেট :২২ জুন ২০২১, ১২:৩২ পিএম |  অনলাইন সংস্করণ  পরীমনির মামলায় 

পরীমনির মামলায় এখনও কেউ গ্রেফতার হননি!

পরীমনির মামলায় 

সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় এখনও কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

ঘটনার পাঁচ দিন পর ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিন বিকালেই নাসির-অমিসহ ছয়জনকে উত্তরা থেকে মাদকসহ গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের ছয় দিন পর জানা গেল, আসামিদের পরীমনির করা মামলায় গ্রেফতার করা হয়নি। তাদের গ্রেফতার করা হয়েছে ডিবির এসআই মানিক কুমার শিকদারের করা মামলায়। মামলার বাদী মানিক কুমার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসির-অমিসহ সবাইকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। পরীমনির বিষয়টি নিয়ে যখন আলোড়ন সৃষ্টি হয়, তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হারুন স্যারের {ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ} নির্দেশে ছায়া তদন্ত শুরু হয়।

clipping path tech

একপর্যায়ে তদন্ত করতে গিয়ে আমরা তাদের মাদকসহ গ্রেফতার করি। এসআই মানিক কুমার আরও বলেন, একটা মামলার তদন্ত করতে গেলে আসামিদের কাছ থেকে অনেক কিছু জানা যায়। পরীমনির ওই ঘটনায় আমরা দেখলাম, তাদের গ্রেফতার করা দরকার। তাদের গ্রেফতার করতে গিয়ে মাদক পাই। মাদক জব্দ করি এবং চার্জ গঠন করি। এটি ঠিক, ফাইনালি এটি রেকর্ড হয়েছে মাদকের মামলা, পরীমনির অভিযোগে নয়।

‘তদন্ত কর্মকর্তা যিনি আছেন, উদয় কুমার মণ্ডল, তার তদন্তে যদি অন্য কিছু বেরিয়ে আসে সেটি অন্য কিছু’, যোগ করেন তিনি। প্রসঙ্গত গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনি তাকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্তসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। নাসির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। এসময় মি. উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ।

গ্রেফতারকৃতদের সবাইকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মুখপাত্র সোহেল রানা বিবিসি বাংলাকে জানিয়েছেন সকালে পরীমনি তার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এরপর তার মামলাটি রেকর্ড করা হয়। তারপরই তারা কয়েকটি দলে অভিযান বের হয়ে যান। মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন বলে জানা যাচ্ছে। এদের দুইজনকে নামে এবং বাকি চারজনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়েছে। গতরাতে ফেসবুক স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের কথা জানানোর পর রূপনগর থানা থেকে পুলিশের কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন অভিযোগ রেকর্ড করার জন্য।

metafore online

পরে মামলাটি করা হয় সাভার থানায়।চিত্রনায়িকা পরীমনির করা ‘যৌন আক্রমণ ও হত্যাচেষ্টার’ মামলায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ সহ পাঁচজনকে মাদক আইনে গোয়েন্দা বিভাগের করা আরেকটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছে আদালত।

মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে কে সাতদিন রিমান্ডে দেয়া হয়। গতকাল সাভার থানায় ঢাকার একটি ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরীমনি। মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। এদের দুইজনকে নামে এবং বাকি চারজনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়।

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঘটনাস্থল হিসেবে ঢাকার একটি ক্লাবের নাম উল্লেখ করা হয়েছে। পেশায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঘটনার পরদিন পর্যন্ত ক্লাবটির পরিচালক ছিলেন।নাসির উদ্দিন মাহমুদকে তার উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেসময় তিনজনকে নারীকেও গ্রেফতার করা হয়।

মশিউর রহমান বলেছেন, গ্রেফতারের সময় সেখান থেকে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করে পুলিশ। পরীমনির করা মামলা ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ মাদকদ্রব্য আইনে আর একটি মামলা করেছে। তিনি জানিয়েছেন, মাদক আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ই জুলাই দিতে বলেছে আদালত। গ্রেফতার তিন নারীকে তিন দিনের রিমান্ডে দেয়া হয়েছে।

১৩ ই জুন প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখে এবং পরে সংবাদ সম্মেলন করে তার ওপর যৌন আক্রমণ ও হত্যার চেষ্টার অভিযোগ করেন ঢাকাই ছবির শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নায়িকা পরীমনি।

একই সাথে তিনি অভিযোগ করেন যে গ্রেফতারকৃত নাসির উদ্দিন মাহমুদ তাকে বিষয়টি চেপে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করেছেন। চারদিন ধরে থানায় ঘুরে ‘প্রতিকার না পাওয়ার’ অভিযোগও আনেন এই নায়িকা। ফেসবুক পোষ্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন পরীমনি।নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতারের সময় স্থানীয় গণমাধ্যম তার সাথে কথা বলে।

সম্প্রচারিত ভিডিওতে নাসির উদ্দিন মাহমুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উল্টো পরীমনির বিরুদ্ধে অভিযোগ করেন যে পরীমনি ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় অনেক রাতে ক্লাবে আসেন।

ক্লাবের বার থেকে দামি মদের বোতল জোর করে নেয়ার চেষ্টা করেন। aতিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, “ওনারা যখন আসেন তখন আমি বের হয়ে যাচ্ছিলাম। ক্লাবে তখন সিকিউরিটি, অফিসার, সেক্রেটারি তেমন কেউ উপস্থিত ছিল না। তারা খুব উচ্ছৃঙ্খল ভাবে ঢুকেছে। ওদের সাথে একটা ছেলে ছিল সে তখনই দুলতেছিল। এরা সবাই মদ্যপ অবস্থায় ঢুকেছে। এরা বারের কাউন্টার থেকে খুব দামি ড্রিংকসের বোতল নেবার চেষ্টা করেছে। আমি তাদের বলি যে এটা নিতে হলে কোন অ্যাকাউন্টের এগেনস্টে নিতে হবে।…….”

সম্পর্কিত খবর:

রিমান্ডে পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন আসামিরা

Share.
Leave A Reply

Exit mobile version