আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১২:৫৯ এএম |  অনলাইন সংস্করণ    সঞ্জয় গাদভি 57 বছর বয়সে মারা যান

ধুম ফ্র্যাঞ্চাইজির পরিচালক সঞ্জয় গাদভি 57 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান

 


সঞ্জয় ঘড়ভি, যিনি যশ রাজ ফিল্মসের দুটি হিট ছবি পরিচালনার জন্য পরিচিত ছিলেন৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধুম ফ্র্যাঞ্চাইজি। তার বয়স ছিল 57। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় ঘড়ভি, ধুম এবং এর সিক্যুয়েল ধুম 2 পরিচালনার জন্য বিখ্যাত, 57 বছর বয়সে মারা গেছেন। তার শেষ পরিচালনা ছিল অপারেশন পারিন্দে, একটি অ্যাকশন ফিল্ম যেখানে অমিত সাধ প্রধান ভূমিকায় ছিলেন।  বনি কাপুর গাধবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি indianexpress.com কে বলেন, “তিনি তার বাড়িতে ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ভেঙে পড়েন।

তিনি সকাল ৮.৪৫ মিনিটে মারা যান।” চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় ঘড়ভি, ধুম এবং এর সিক্যুয়েল ধুম 2 পরিচালনার জন্য বিখ্যাত, 57 বছর বয়সে মারা গেছেন। তার শেষ পরিচালনা ছিল অপারেশন পারিন্দে, একটি অ্যাকশন ফিল্ম যেখানে অমিত সাধ প্রধান ভূমিকায় ছিলেন।  বনি কাপুর গাধবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি indianexpress.com কে বলেন, “তিনি তার বাড়িতে ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ভেঙে পড়েন। তিনি সকাল ৮.৪৫ মিনিটে মারা যান।”

রবিবার সকালেই মিলল খারাপ খবর। বলিউডে শোকের ছায়া। পরিচালক সঞ্জয় গাধভি প্রয়াত

metafore online

ধুম সিরিজ় দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। একের পর এক ছবি সুপারহিট। সম্প্রতি ধুম ৪-ও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল আসতে চলেছে ধুম ৪। এরই মাঝে আচমকাই প্রয়াণ পরিচালকের। সূত্রের খবর প্রতিদিনের মতো এদিনও তিনি গিয়েছিলেন মর্নিং ওয়াকে। হঠাৎই তিনি ঘামতে শুরু করেন। এরপর শরীর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ককিলাবেন হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া মাত্রই পরিচালককে মৃত ঘোষণা করেন ডাক্তার। ডাক্তারের প্রাথমিক অনুমান মর্নিং ওয়াকের সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।

মাত্র ৫৭ বছর বয়সে এভাবে পরিচালকের চলে যাওয়া মেনে নিতে পারছে না সিনে পাড়া। ধুম ১ বলিউডের অন্যতম সেরা ছবি। এই ফ্রাঞ্চাইজ়ে জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, হৃত্বিক রোশন সহ বহু স্টার। ধুম ছবি থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। ছবি নির্মাতা বনি কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, বাড়িতেই ছিলেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে কোলাপস করে যান। সকাল ৮.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। ২০০১ সালে বলিউডের সফর শুরু করেছিলেন পরিচালক। ছবির নাম ছিল তেরে লিয়ে। এরপর মেরে ইয়ার কি শাদি হ্যায় ছবি দিয়ে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন।

এরপর ধুম ও ধুম ২-র পরিচালনা করা। তবে ধুম থ্রি-তে ছিলেন না পরিচালক। ফের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডে! প্রয়াত হলেন ‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি।

,রোজের মতো রবিবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয়। সেখানেই বুকে ব্যথা অনুভব করেন সঞ্জয় গাদভি 57 বছর বয়সে মারা যান

clipping path tech

এরপর বাড়ি ফিরতেই ব্যথা বাড়তে থাকায় তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সঞ্জয়ের বড় মেয়ে সঞ্জিনা জানিয়েছেন, তাঁর বাবার সেভাবে কোনওদিনই হার্টের অসুখ ছিল না। এদিন হঠাৎ করেই এমন ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ সকলে। জানা গিয়েছে, মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর।

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর, অর্থাৎ আর তিনদিন পরেই সঞ্জয়ের জন্মদিন। তার আগেই পরিচালকের আচমকা প্রয়াণে শোকের ছায়া গোটা বলিউডে। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক সঞ্জয় গাদভি (Sanjay Ghadvi)  ১৯ নভেম্বর প্রয়াত হন। সূত্র থেকে জানা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সকাল ৮:৪৫-এ তিনি মারা যান। সঞ্জয় ‘ধুম’ (Dhoom) এবং ‘ধুম ২’ (Dhoom 2) পরিচালনার জন্য খ্যাত। দুটি ছবির মুখ্য চরিত্রে ছিলেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চন। এবং দুটিই ছবিটি বক্স অফিসে সফলতা পায়। পরিচালকের বয়স ছিল ৫৬ এবং তিন দিন পরে ২২ নভেম্বর ৫৭ বছরে পা রাখতেন তিনি।

সম্পর্কিত খবর

‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’

 

 

Share.
Leave A Reply

Exit mobile version