আপডেট :১২ ডিসেম্বর ২০২২, ১০:৩৯ এএম  |  অনলাইন সংস্করণ    খেলায় আমি ক্লান্ত

‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত অসুস্থ’

খেলায় আমি ক্লান্ত

নায়িকা হিসাবে নতুন জার্নি শুরু করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করলেও গত বছর নায়িকা হিসাবে নতুন জার্নি শুরু করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে পরপর মুক্তি পায় তাঁর দুই ছবি ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। দুটি ছবিই তাঁকে জনপ্রিয়তা দেয়। এরপরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী। মুম্বাইয়ে ছবির শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরেই বোমা ফাটালেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ঢালিউডের বিরু্দ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দীঘি।

দীঘি লেখেন, “আমি প্রায়শই অনেক লোকের পোস্ট দেখি সেখানে নতুন কাজের সুযোগ দেওয়া হয়। এটা দেখে আমি হাসি। কারণ, অন্যদের সঙ্গে আমার কোনও সমস্যা নেই, যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ পাচ্ছেন এবং সেখানে যাত্রা শুরু করছেন। আমি সেইসব ভুয়ো মানুষদের জন্য ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দিয়েছে এবং দিনের শেষে আমাকে অপমান করেছে। অন্যান্য বিশ্বের ইন্ডাস্ট্রির থেকে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর।”

metafore online

অভিনেত্রী আরও বলেন, “এতে আমার কোনো অনুশোচনা নেই। কারণ, আমি আমার দক্ষতা এবং আমার পরিবার এবং বন্ধুদের প্রার্থনায় বিশ্বাস করি। যারা আমাকে সত্যিই প্রশংসা করেন, ভালোবাসেন। আমি শুধু আল্লাহকে বিশ্বাস করি। আমার এই লেখার ভিন্ন কোনও উদ্দেশ্য নেই। আমি এসবে ভুক্তভোগী, আর তা সবাই জানে। আমি যে ৩ বছরের বেশি সময় ধরে এই ক্ষোভ নিজের মধ্যে ধরে রেখেছি এটা সবাই জানে।

আমি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট গেমের জন্য ক্লান্ত এবং অসুস্থ

’ঢালিউডের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর আরও একটি সিনেমা মুক্তি পায় তার। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম। খেলায় আমি ক্লান্ত

তবে হঠাৎ করে এই অভিনেত্রীর অভিযোগ, তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন। রোববার দিনগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি করে লেখেন- তুমি জানো একা তারকাশিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।

clipping path tech

তিনি বলেন, যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। দীঘি আরও বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে।

যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি। এই নায়িকা বলেন, আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।

সম্পর্কিত খবর:

সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি: পরীমণি

Share.
Leave A Reply

Exit mobile version