১২ দিনে ৫০ কর্মী-সমর্থক আহত, ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

ভিডিওচিত্রে হামলায় আহত কর্মীদের দেখানো হচ্ছে। শুক্রবার ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর সংবাদ সম্মেলনেছবি: প্রথম আলো কর্মী-সমর্থকদের ওপর অব্যাহত হামলার অভিযোগে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী সংবাদ সম্মেলন করেছেন। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। শুক্রবার ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের হামলার শিকার বেশ কয়েকজনকে হাজির করেন।

clipping path tech

পাশাপাশি ভিডিও চিত্রের মাধ্যমে হামলায় আহত বেশ কয়েকজনের বক্তব্য দেখান।

সংবাদ সম্মেলনে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, মুঠোফোনের ব্যবসা করেন ঝিনাইদহের গান্না বাজারের আলাউদ্দিন। তিনি ঈগলের সমর্থক। নৌকার সমর্থকেরা তাঁকে কুপিয়ে আহত করেছেন। হিরাডাঙ্গার মকছেদ আলীও ঈগলের সমর্থক। প্রতিপক্ষ তাঁর বাড়িতে হামলা করে তাঁকে না পেয়ে স্ত্রী ছামিনা বেগমকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। কলমনখালীর রাজা বিশ্বাসকেও পিটিয়ে আহত করা হয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর গত ১২ দিনে এভাবে কমপক্ষে ৫০ জন কর্মী-সমর্থককে আহত করা হয়েছে।

এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঈগলের প্রার্থী। নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু নাসের শাহরিয়ার বলেন, তিনি ১৫ বছর ধরে আওয়ামী লীগ করছেন। জেলা কমিটির সহসভাপতি আছেন ১২ বছর। নিজে পড়ালেখা করে দেশে-বিদেশে চাকরি করেছেন। এরপর ব্যবসা শুরু করেন। রাজনীতি করতে এসে মনে করেন, জনগণের সেবা করতে হলে জনগণের প্রতিনিধি হতে হবে। তাই তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। নেত্রী তাঁকে মনোনয়ন না দিলেও ভোট করার জন্য উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। নাসের শাহরিয়ার বলেন, জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁর প্রধান কাজ হবে ঝিনাইদহকে বাসযোগ্য করে গড়ে তোলা।

যেখানে কোনো হানাহানি থাকবে না, সবার মধ্যে থাকবে সুন্দর-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

এ ছাড়া তাঁর কাজ থাকবে ঝিনাইদহকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা। তিনি যেকোনো মূল্যে মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মোবারকগঞ্জ স্টেশনে রেলসংযোগ স্থাপনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ভোটকেন্দ্রে না গেলে ভাতা বন্ধের হুমকি দিয়ে ক্ষমা চাইলেন স্বতন্ত্র প্রার্থী ভোটকেন্দ্রে না গেলে ভাতা বন্ধের হুমকি দিয়ে ক্ষমা চাইলেন স্বতন্ত্র প্রার্থী হামলার শিকার বেশ কয়েকজনকে সংবাদ সম্মেলনে হাজির করেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী। শুক্রবার ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে হামলার শিকার বেশ কয়েকজনকে সংবাদ সম্মেলনে হাজির করেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী।

metafore online

শুক্রবার ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনেছবি: প্রথম আলো নাসের শাহরিয়ার জাহেদী পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, একজন কর্মকর্তার কর্মকাণ্ডে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। যাঁরা হামলা করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার পাশাপাশি যাঁদের ওপর হামলা হচ্ছে, তাঁদের নামেও মামলা নেওয়া হচ্ছে। এটা হতে পারে না। নিরপরাধ মানুষ মামলার আসামি হতে পারেন না। তিনি বলেন, এরপর কোনো নিরপরাধ মানুষের নামে মামলা নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের মিছিল থেকে টাকা বিলি, ভিডিও ভাইরাল সংবাদ সম্মেলনে পোড়াহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ঈগলের কর্মী-সমর্থকেরা ও হামলা আহত কয়েকজন উপস্থিত ছিলেন। নৌকার সমর্থকদের হামলায় আহত আলাউদ্দিন বলেন, শুধু স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় তাঁকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলায় আরেক আহত রাজা বিশ্বাস বলেন, গ্রামের বাজারে তাঁরা কয়েকজন বসে ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। তাঁকে পিটিয়ে আহত করা হয়।

সম্পর্কিত খবর:

স্বামী লড়ছেন লাঙ্গল প্রতীকে, স্ত্রী ভোট চাচ্ছেন নৌকায়

Share.
Leave A Reply

Exit mobile version