সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের কুলখানি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর গুলশান-২ এলাকার সিটি হাউসে এ দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কথা বলছেন তাঁর বড় ছেলে মো. হাসান।

metafore online

গতকাল গুলশান–২ এ সিটি হাউসে সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কথা বলছেন তাঁর বড় ছেলে মো. হাসান।

গতকাল গুলশান–২ এ সিটি হাউসেছবি: প্রথম আলো গত সোমবার ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলুর রহমান (৭৬)। দেশের যে কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা একেবারে শূন্য থেকে বড় হয়েছিলেন, তাঁদের একজন তিনি। ফজলুর রহমান প্রতিষ্ঠা করে গেছেন ৪০টি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিনিয়োগ করেছেন প্রায় ৩০ হাজার কোটি টাকা। দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে কথা বলেন ফজলুর রহমানের বড় ছেলে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান। তিনি বলেন, ‘বাবার একটা অসাধারণ ক্ষমতা ছিল মানুষকে ভালোবাসার। এই ভালোবাসা ভালোবাসা হিসেবেই ফেরত আসত। মানুষ বাবাকে অদ্ভুতভাবে ভালোবাসতেন। বাবার ভেতরে কোনো অহংকার ছিল না। নিজে উদ্যোক্তা ছিলেন, উদ্যোক্তা তৈরির কারিগরও ছিলেন।’

clipping path tech

কুলখানিতে ফজলুর রহমানের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল

, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এস এ চৌধুরী ও সাজেদুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো.হেলাল উদ্দিন সু.

সম্পর্কিত খবর:

১২ দিনে ৫০ কর্মী-সমর্থক আহত, ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

Share.
Leave A Reply

Exit mobile version