আপডেট : ২ নভেম্বর ২০২৩, ১৯:০৭পিএম |  অনলাইন সংস্করণ 
আলু দেশে পৌঁছেছে

আমদানি হওয়া ৭৭ টন আলু দেশে পৌঁছেছে

গত ৩ দিনে সরকার ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি প্রদান করেছে। এর বিপরীতে আজ ৭৭ টন আলু দেশে এসে পৌঁছেছে। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বাসসকে জানান, গত ৩ দিনে যেসব আমদানিকারকদের আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে,তারা ইতোমধ্যে ৭৭ টান আলু দেশে নিয়ে এনেছেন। উল্লেখ্য, দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষিতে গত ৩ দিনে কৃষি মন্ত্রণালয় ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে। এর আগে হিলি স্থলবন্দরে ১২ আমদানিকারক কে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয়া হয়্।

clipping path tech

আমদানিকারকরা স্থলবন্দর দিয়ে সাড়ে ১২ হাজার টন আলু আমদানি করবেন

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উপ-কমিশনার বাইজিদ আহম্মেদ জানান, বাণিজ্য মন্ত্রণালয় দেশের বাজারে আলুর মূল্য লাগাহীন হারে বৃদ্ধি পাওয়ায় আলু আমদানি করা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে ১৯ হাজার টন আলু আমদানি অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকারকরা আলু আমদানি করবে। দেশে বাজার স্থিতি রাখতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দাম নিয়ন্ত্রণে আনতে আলু আমদানি করা হয়েছে। প্রথমবারের মতো আমদানির অনুমতির পর বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ৭৭ টন আলু।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার তিন দিনে এক লাখ সাত হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে দেশে এসেছে ৭৭ টন আলু। এরআগে, মঙ্গলবার দেশের সব কোল্ড স্টোরেজ থেকে, সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার থেকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল।

এদিকে, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বাড়ানো ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন

metafore online

কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রয়ের জন্যঢাকা, ২ নভেম্বর, ২০২৩ (বাসস) : গত ৩ দিনে সরকার ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি প্রদান করেছে।

এর বিপরীতে আজ ৭৭ টন আলু দেশে এসে পৌঁছেছে। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বাসসকে জানান, গত ৩ দিনে যেসব আমদানিকারকদের আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে,তারা ইতোমধ্যে ৭৭ টান আলু দেশে নিয়ে এনেছেন। উল্লেখ্য, দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষিতে গত ৩ দিনে কৃষি মন্ত্রণালয় ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version