আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবের প্রধান আর্কষণ প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। বিভিন্ন স্থানে কারিগর ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা দেখা গেছে।

metafore online

জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে। ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। বগুড়া জেলার ১২ টি উপজেলায় এবার ৬৯০ টি মন্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। যা গত বছরের তুলনায় ৫টি বেশি।

clipping path tech

প্রতিমা তৈরির সরঞ্জাম যেমন খড়, সুতলী, পেরেক, বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের খরচ বেড়েছে। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে ৪-৫ হাজার টাকা। তিনি এবার ৮ টি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছেন। ১৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকায় প্রতিমা তৈরি করছেন। গনেশ চন্দ্র সরকার আরো বলেন, গত বছর সর্বোচ্চ ৫৫ হাজার টাকায় প্রতিমা তৈরি করেছিলেন।

Buy Database Online – classy database

জেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক নির্মল রায় বলেন, জেলাব্যাপী ৬৯০ টি মন্ডপে দুর্গা পূজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা চলাকালে মন্ডপ গুলোতে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়াও শহর কেন্দ্রিক পূজা মন্ডপ গুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরো বলেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version