আপডেট :৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ এএম  |  অনলাইন সংস্করণ    সবার উপরে সাকিব

বিশ্বকাপের যে তালিকায় সবার উপরে সাকিব

সবার উপরে সাকিব

আর কিছুদিন পরই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব

২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সাকিবের সামনে এবারও রয়েছে একাধিক রেকর্ড নিজের করে নেয়ার। তবে বিশ্বকাপ শুরুর আগে অন্য একটি তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব, যেখানে টাইগার অলরাউন্ডারের পেছনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যাই সবচেয়ে বেশি। চার বিশ্বকাপে খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১ হাজার ১৪৬।

জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান কারো নেই। গড় ৪৫দশমিক৮৪। বিশ্বকাপে সাকিবের শতরান সংখ্যা ২। অর্ধ শতরান রয়েছে ১০টি। তবে এখানেই শেষ হচ্ছেনা সাকিবের কীর্তি। সর্বকালের সেরাদের তালিকায় সাকিব আছেন ৯ নাম্বারে। আর এবারের বিশ্বকাপেই থাকছে শীর্ষ তিনে উঠে আসার। এজন্য অবশ্য ২০১৯ বিশ্বকাপের ক্ষুরধার ফর্ম ফেরানো দরকার তার। সেরা তিনে উঠতে তাকে করতে হবে মোটে ৩৮৬ রান। তাহলেই কুমার সাঙ্গাকারাকে টপকে ৩য় স্থানে আসবেন টাইগার অধিনায়ক। আর রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে আসতে তার দরকার ৫৯৭ রান। সবার উপরে সাকিব

বিগত বিশ্বকাপের মত ৬০০ রান করতে পারলে হয়ত সেরা দুইয়ে চলে আসবেন সাকিব

সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ২ হাজার ২৭৮।বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির। এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। করেছেন এক হাজার ৩০ রান। গড় ৪৬.৮১। তবে বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। রানের ট্যালি নিশ্চিতভাবেই বড় করতে চাইবেন তিনি।

metafore online

নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল বিশ্বকাপে ২৭ ম্যাচে ৯৯৫ রান করলেও এবার বিশ্বকাপ দলে জায়গা পাননি এই ওপেনার। তাই এবার বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে এই টুর্নামেন্টে রানসংখ্যায় তিনে ওয়ার্নার। ১৮ ম্যাচে ৯৯২ রান করেছেন তিনি। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই ন্যূনতম ১০০০ রান করেছেন বিশ্বকাপে। সাকিব তো তারকা অলরাউন্ডার, আর বিশ্বকাপে অলরাউন্ডারদের পারফরম্যান্স যাচাই করলেও দারুণ এক তালিকায় এখনই শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ অধিনায়ক। 

বিশ্বকাপে অন্তত হাজার রান এবং ন্যূনতম ৩০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে সাকিব। বিশ্বকাপে এ পর্যন্ত ২৯ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। বর্তমানে জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটারই সাকিবের সঙ্গে এ তালিকায় নাম লেখাতে পারেননি। অর্থাৎ, বর্তমান ক্রিকেটারদের মধ্যে সাকিব একাই এই অভিজাত ক্লাবের সদস্য। অন্তত ২০ উইকেট এবং ন্যূনতম ১ হাজার রানের তালিকাতেও সাকিব একমাত্র সদস্য।

সাবেকদের বিবেচনায় নিলে বিশ্বকাপে ন্যূনতম ১ হাজার রান ও অন্তত ২০ উইকেটশিকারিদের তালিকায় সাকিবের সঙ্গী মাত্র দুজন-শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (৩৮ ম্যাচে ১১৬৫ রান ও ২৭ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩৬ ম্যাচে ১১৪৮ রান ও ২১ উইকেট)।বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। রেকর্ড ভাঙাগড়ার খেলা। ক্রিকেটের এই মেগা আসর মাঠে গড়াতে আর বাকি ৫ দিন। বিশ্বকাপের জন্য প্রস্তুত সবকিছুই। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এতকিছুর ভিড়ে আরও একবার রেকর্ডের দিকে চোখ রাখছেন ভক্তরা। আর এবারের বিশ্বকাপে মাঠে নামার আগে দারুণ কিছুর অপেক্ষায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মাঝে সবার উপরেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান

২৯টি ম্যাচে তিনি করেছেন ১ হাজার ১৪৬ রান। গড় ৪৫.৮৪। বিশ্বকাপে সাকিবের শতরান সংখ্যা ২। অর্ধ শতরান রয়েছে ১০টি। তবে এখানেই শেষ হচ্ছেনা সাকিবের কীর্তি। সর্বকালের সেরাদের তালিকায় সাকিব আছেন ৯ নাম্বারে। আর এবারের বিশ্বকাপেই থাকছে শীর্ষ তিনে উঠে আসার। এজন্য অবশ্য ২০১৯ বিশ্বকাপের ক্ষুরধার ফর্ম ফেরানো দরকার তার।

সেরা তিনে উঠতে তাকে করতে হবে মোটে ৩৮৬ রান। তাহলেই কুমার সাঙ্গাকারাকে টপকে ৩য় স্থানে আসবেন টাইগার অধিনায়ক। আর রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে আসতে তার দরকার ৫৯৭ রান। বিগত বিশ্বকাপের মত ৬০০ রান করতে পারলে হয়ত সেরা দুইয়ে চলে আসবেন সাকিব। সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ২ হাজার ২৭৮। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির। এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। করেছেন এক হাজার ৩০ রান। গড় ৪৬.৮১।

clipping path tech

তবে বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। রানের ট্যালি নিশ্চিতভাবেই বড় করতে চাইবেন তিনি। এবারের বিশ্বকাপে ডাক পাননি মার্টিন গাপটিল। তবে অবসরেও যাননি তিনি। তালিকার তৃতীয় স্থানে তাই থাকছেন তিনিই। কিউইদের নির্ভরযোগ্য এই ওপেনার ২৭ ম্যাচে ৪৩.২৬ গড় নিয়ে করেছেন ৯৯৫ রান। ঝুলিতে রয়েছে ২টি শতক ও ৪টি অর্ধশত। বিশ্বকাপের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও আছে গাপটিলের কাছে। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত বিশ্বকাপের ১৮টি ম্যাচে করেছেন ৯৯২ রান। তার গড় ৬২।

৪টি শতরান ও ৩টি অর্ধ শতরান রয়েছে এই অজি ক্রিকেটারের। ক্যারিয়ার সায়াহ্নে থাকা ওয়ার্নার নিশ্চিতভাবেই আরও কিছু রান যোগ করতে চাইবেন নিজের নামের পাশে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। করেছেন ৯৭৮ রান। গড় ৬৫.২। বিশ্বকাপে মোট ৬টি শতরান ও ৩টি অর্ধ শতরান রয়েছে তার। আগের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত নিজের তৃতীয় বিশ্বকাপেও আলো ছড়াতে চান। 

সম্পর্কিত খবর:

 

Share.
Leave A Reply

Exit mobile version