আপডেট :২ নভেম্বর ২০২৩, ২০:৪৯ এএম  |  অনলাইন সংস্করণ  বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট

জাহির-শ্রীনাথকে ছাপিয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি সামি

শিকারি মহম্মদ সামি। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করেছেন তিনি। মাত্র ৫ ওভার বল করে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সামি। সামি-সিরাজ-বুমরাহ-এই ত্রয়ীর বিধ্বংসী বোলিংয়ের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে। যার ফলে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস। ৩০২ রানের বিরাট জয় পায় ভারত। এদিন ৫ উইকেট নেওয়ায় ওডিআই বিশ্ব কাপে মহম্মদ সামির মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫।

তিনি ছাপিয়ে গিয়েছেন জাহির খান (৪৪) এবং জাভাগাল শ্রীনাথ (৪৪)-কে। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সামিই। তবে ৪৪টি উইকেট নিতে জাহিরকে খেলতে হয়েছে ২৩টি ম্যাচ। জাভাগাল শ্রীনাথ বিশ্বকাপের ৩৪টি ম্যাচ খেলে পেয়েছিলেন ৪৪ উইকেট। সেখানে সামি খেলেছেন মাত্র ১৪টি ম্যাচ। সেই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা ১০-এ ঢুকে পড়েছেন সামি।

metafore online

৭১টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র মিচেল স্টার্ক (৫৬) এবং ট্রেন্ট বোল্ট (৪৯) সামির আগে রয়েছেন। চলতি বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন সামি। নিয়েছেন ১৪টি উইকেট। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন দুবার। যা ফর্মে রয়েছেন তাতে স্টার্ক ও বোল্টকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।জাহির খান, জাভাগাল শ্রীনাথকে ছাপিয়ে একদিনের বিশ্বকাপে এখন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি মহম্মদ সামি। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করেছেন তিনি। 

৫ ওভার বল করে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সামি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট

সামি-সিরাজ-বুমরাহ-এই ত্রয়ীর বিধ্বংসী বোলিংয়ের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে। যার ফলে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস। ৩০২ রানের বিরাট জয় পায় ভারত। এদিন ৫ উইকেট নেওয়ায় ওডিআই বিশ্বকাপে মহম্মদ সামির মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫। তিনি ছাপিয়ে গিয়েছেন জাহির খান (৪৪) এবং জাভাগাল শ্রীনাথ (৪৪)-কে। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সামিই। তবে ৪৪টি উইকেট নিতে জাহিরকে খেলতে হয়েছে ২৩টি ম্যাচ।

জাভাগাল শ্রীনাথ বিশ্বকাপের ৩৪টি ম্যাচ খেলে পেয়েছিলেন ৪৪ উইকেট। সেখানে সামি খেলেছেন মাত্র ১৪টি ম্যাচ। সেই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা ১০-এ ঢুকে পড়েছেন সামি। ৭১টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র মিচেল স্টার্ক (৫৬) এবং ট্রেন্ট বোল্ট (৪৯) সামির আগে রয়েছেন।

চলতি বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন সামি। নিয়েছেন ১৪টি উইকেট। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন দুবার। যা ফর্মে রয়েছেন তাতে স্টার্ক ও বোল্টকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় জাভাগাল শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ শামি।

সাবেক দুই পেসারের সংগ্রহেই ছিল ৪৪ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শামির উইকেট ছিল ৪০টি। এরপর নিজের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন শামি। লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের স্ট্যাম্প উপড়ে দিয়ে ৪৪ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শামি। এরপর কাসুন রাজিথার উইকেট নিয়ে শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে যান শামি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানের জয় পেয়েছে ভারত।

clipping path tech

বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট

স্রেফ ১৮ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন শামি

জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। বৈশ্বিক টুর্নামেন্টে শামির এটি তৃতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেও ৫ উইকেট নিয়ে পান এই পুরস্কার। প্রথমবার পান ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের আর কোনো বোলার বিশ্বকাপে দুইবারের বেশি পাননি এই পুরস্কার। সব মিলিয়ে শামির চেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতা বোলার স্রেফ একজন- গ্লেন ম্যাকগ্রা, ৬ বার। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট

চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাও তিনবার পেয়েছেন এই স্বীকৃতি। নিজের স্পেলের প্রথম ওভারেই দুই বলে দুই উইকেট শিকার করেন তিনি। ২৪ বলে ১ রান করা আসালাঙ্কাকে জাদেজার হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন। আর তারপরের বলেই ক্রিজে আসা দুশান হেমন্তকে ফেরান তিনি। খানিকবাদে শামির তৃতীয় শিকারে পরিণত হন দুশমান্থ চামিরা। বাইরে চলে যাওয়া বলে খেলতে চেয়েছিলেন চামিরা। গ্লাভসে লেগে বল চলে যায় লোকেশ রাহুলের হাতে। ২৩ রানে ৭ম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসকে সরাসরি বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন শামি।

সম্পর্কিত খবর:

উইকেট নিয়ে ‘টাক’ কেন দেখালেন শামি? গিল দিলেন ব্যাখ্যা

Share.
Leave A Reply

Exit mobile version