Iআপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম  |  অনলাইন সংস্করণ    দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর

সেমি-ফাইনালে অনায়াস জয়ে ফাইনালে উঠল নেপাল ও ওমান

একইসঙ্গে দুই দল পেল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকেট। নেপালের কীর্তিপুরে প্রথম সেমি-ফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। মুলপানিতে হওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপালের জয় ৮ উইকেটে। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই দল।

সেমি-ফাইনাল জিতেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপের টিকেট। বাংলাদেশে ২০১৪ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নেপাল। সেবার প্রথম পর্বে তিন ম্যাচের দুটি জিতেও নেট রান রেটে পিছিয়ে থাকায় সুপার এইটে যেতে পারেনি তারা। দশ বছর বিরতি দিয়ে এবার যুক্তরাষ্ট্রে ফের টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে খেলতে নামবেন সন্দীপ লামিছানে, রোহিত পাউডেলরা। ওমানের জন্য অপেক্ষাটা অবশ্য স্রেফ এক আসরের। ২০১৬ সালের পর ২০২১ সালের বিশ্বকাপেও খেলেছে তারা। অস্ট্রেলিয়ায় গত বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর এবার তারা ফিরল বড় এই মঞ্চে।

সেমি-ফাইনালে বাহরাইনকে ৯ উইকেট হারিয়ে স্রেফ ১০৬ রানের বেশি করতে দেয়নি ওমান। আকিব ইলিয়াস ১০ রানে নেন ৪ উইকেট। পরে কাশ্যাপ প্রজাপতি ৫৭ ও প্রতীক আথাভেল ৫০ রান করলে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় ওমান।  দিনের অন্য ম্যাচে ভৃত্য অরভিন্দের ৬৪ রানের পরও ৯ উইকেটে ১৩৪ রানে থামে সংযুক্ত আরব আমিরাত। কুশাল মাল্লা ১১ রানে নেন ৩ উইকেট। ১৪ রানে ২ শিকার ধরেন লামিছানে। পরে আসিফ শেখের ৬৪ রানের সৌজন্যে বিশ্বকাপে ফেরা নিশ্চিত করে নেপাল।

clipping path tech

২০২৪ বিশ্বকাপের ১২ দলের জায়গা নিশ্চিত হয়েছে আগেই

স্বাগতিক দুই দেশ, গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশ জায়গা পেয়েছে মূল আসরে। বিভিন্ন আঞ্চলিক বাছাই থেকে নেওয়া হবে আরও ৮ দল। এরই মধ্যে নিশ্চিত হয়েছে ৬টি। ইউরোপিয়ান অঞ্চল থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড; পূর্ব আফ্রিকা অঞ্চল থেকে পিএনজি, আমেরিকা অঞ্চল থেকে এসেছে কানাডা। তালিকায় ১৭ ও ১৮তম দল নেপাল, ওমান। দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর


আজকে অনুষ্ঠিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা। এই খেলা দেখার জন্য যারা অপেক্ষা করে আসছে তারা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের সকল দর্শকরা। কারণ এ পর্যন্ত যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে India vs South Africa মধ্যে সবচেয়ে উত্তেজনাময় হবে আজকের today India Vs South Africa Live এই ম্যাচ।একদিকে যেমন রয়েছে শক্তিশালী দল ভারত আবার অন্যদিকে রয়েছে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা।

এখানে কেউ কারো ছেড়ে দেওয়ার মত নয়। কারণ ভারত হচ্ছে একমাত্র দল যারা অপরাজিত রয়েছে আবার দক্ষিণ আফ্রিকা একমাত্র দল যারা পাহাড় সমান রান করে আসছে শুরু থেকে।যদিও দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের একটি খেলা হয়েছিল এবারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। সেখানে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা তবে সেটা খুব একটি বিশাল ব্যবধানের কারন ছিল না। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ সামান্য কয়েক রানের কারণে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডি কক ব্যাটসম্যানের কাছে টিকতে পারতেছে না কোন বোলাররা। 

metafore online

ভারতের বোলিং পারফরম্যান্স হচ্ছে দুর্দান্ত

তিনি বিগত শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিতে পারে বলে অনেকেই ভাবতেছেন। তবে কি হবে সেটা দেখা যাবে আজকের এই ম্যাচে। অন্যদিকে ভারত সেমিফাইনাল খেলার জন্য অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে তাদের পারফরম্যান্সের কারণে। অন্যদিকে অনেকটা নিশ্চিত দক্ষিণ আফ্রিকার কারণ তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে রয়েছে।আবার ভারতের ব্যাটসম্যানরাও কম যায় না এখানে রয়েছে‌ সুবমান গিল, হার্ট হিটার ব্যাটসম্যান রোহিত শর্মা আবার অন্যদিকে রয়েছে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর

 প্রায় প্রত্যেকটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেও মাঠের বাইরে রয়েছে ঈশান। না করা হচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়গণ রয়েছে এবারের টিমে। ধারণা করছে এবারের ক্রিকেট বিশ্বকাপ তাদের জেতার সম্ভাবনাই বেশি রয়েছে। এশিয়া কাপ ২০২৩ জয় করে নিয়েছে তারা। আবার তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। সুতরাং তারা যদি বিশ্বকাপ ঘরের মাঠে জয়লাভ করতে পারে সেটি অবশ্যই তাদের জন্য ভালো। তবে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকরা বলছে আজকে এই ম্যাচে নির্ভর করবে কে ভালো খেলে দক্ষিণ আফ্রিকা নাকি ইন্ডিয়া।

সম্পর্কিত খবর: 

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে

 

 

Share.
Leave A Reply

Exit mobile version