আপডেট :৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৫ এএম  |  অনলাইন সংস্করণ     দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের জন্য হাতে সময় আছে এক মাসের কম

এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এবার হেক্সা মিশনের লক্ষ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।বুধবার প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।এর আগে গেল আগস্টে সবার আগে ১৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকেই ১৫ সদস্যের দল চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে চোটাক্রান্ত গ্লেন ম্যাক্সওয়েলকেও রেখেছে অজি ক্রিকেট বোর্ড।

চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। এমনকি বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন তিনি। অজিদের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়েছে পাঁচ অলরাউন্ডারের। ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি বাদ পড়েছেন। তবে তারা সবাই-ই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন। এদিকে আগামী ৮ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু করবে অস্ট্রেলিয়া।

metafore online

অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

আগামী মাসেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ

এরই মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াও তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।গত আগস্ট মাসেই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়নরা।

তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগেই দিনও দলের গুরুত্বপূর্ণ তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছিল দ্বিধা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছিলো, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও হয়তো খেলতে পারবেন না ম্যাক্সি। তবে সেই ম্যাক্সয়েলকেই নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।এদিকে দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যিনি কিনা বেশ কয়েকদিন ধরেই ছন্দে নেই। তবে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে রয়েছে পাঁচ অলরাউন্ডার। দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।

clipping path tech

১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিনজনই খেলছেন। আর অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের তারকা ব্যাটার মারনাস লাবুশেন ১৮ সদস্যের প্রাথমিক দলেই সুযোগ পাননি। ৮ অক্টোবর অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার দল প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।

সম্পর্কিত খবর:

Share.

Comments are closed.

Exit mobile version