আপডেট: ১৩:৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩ | অনলাইন সংস্করণ  নৌকার বিকল্প দেখি না

উন্নয়নের ধারাকে ধরে রাখতে নৌকার বিকল্প দেখি না সাকিব

নৌকার বিকল্প দেখি না

বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প দেখেন না বলে মন্তব্য করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পথসভায় গিয়ে এ কথা বলেন তিনি।ভিইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় এ পথসভা অনুষ্ঠিত হয়।  সাকিব বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পাঁচ বছর আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দেবেন।  

মাগুরা পৌরসভা মেয়র খুশির হায়দার টুটুলের সভাপতিত্বে এ পথসভায় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মৃণাল কান্তি বিশ্বাস, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

clipping path tech

মাগুরা -১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে আমি জিতবে, মাননীয় প্রধানমন্ত্রী জিতবে, আওয়ামী জিতবে, বাংলাদেশ জিতবে। এটা আমার বাবার ইউনিয়ন, আপনাদের কাছে আমার দাবি বেশি। মঙ্গলবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরস্থ সাকিবের দাদা বাড়ির স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা – ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ অন্যরা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমাম মিল্টনের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শিল্পপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, নৌকা আমার কাছে আমানত ছিল মাননীয় প্রধানমন্ত্রী সাকিবের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা মাগুরার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ।

সকলে মিলে নৌকাকে বিজয়ী করে মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই।’মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরস্থ সাকিবের দাদা বাড়ির স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় এ কথা বলেন। সাকিব আল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে আমি জিতবো, মাননীয় প্রধানমন্ত্রী জিতবেন, আওয়ামী জিতবে, বাংলাদেশ জিতবে। এটা আমার বাবার ইউনিয়ন, আপনাদের কাছে আমার দাবি বেশি।’ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

metafore online

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, নৌকা আমার কাছে আমানত ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সাকিবের হাতে নৌকা তুলে দিয়েছেন।

আমরা মাগুরার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। সকলে মিলে নৌকাকে বিজয়ী করে মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। এর আগে বিকেলে সাকিব আল হাসান তার দাদার রাজকীয় সম্ভাষণের মাধ্যমে বরণ করে নেয় গ্রামবাসী। এসময় সব্দালপুর এলাকাবাসী তাকে সংবর্ধিত করে। মাগুরা শহরে বড় হয়ে ওঠা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন পর তার দাদার বাড়িতে পৌঁছানোর পর রাস্তার দু’ধারে নারী পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। সেখানে সাকিব বলেন, এটি আমার নিজের এলাকা। আমি কি আপনাদের শতভাগ সমর্থন আশা করতে পারি না? সমবেত জনতা তাকে হাত নেড়ে সমর্থন জানান।

সম্পর্কিত খবর:

নৌকা ছেড়ে ট্রাকে ‘ওঠায়’ পদ হারালেন আ.লীগের ১১ নেতা

Share.
Leave A Reply

Exit mobile version